Reliance Jio smartphone
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: মুকেশ অম্বানির মালিকাধীন জিও ইনফোকম আমেরিকার চুক্তিভিত্তিক মোবাইল প্রস্তুতকারী সংস্থা ফ্লেক্স-এর সঙ্গে আলোচনায় বসল। জিও ওই সংস্থার কাছ থেকে প্রায় ১০ কোটি মোবাইল কিনতে চলেছে বলেছে সূত্রের খবর।

জানা গিয়েছে, জিও চাইছে আরও বেশি ফিচার সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট গ্রাহকের হাতে তুলে দিয়ে তাঁদের মনোযোগ স্থির করতে। বাজারের পরিধি বিস্তৃত করতে এ ধরনের ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট জিও-র সেই পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই সহায়ক হয়ে উঠবে।

Reliance Jio phone
বাজার চলতি জিও ফোন

যদিও এ ব্যাপারে জিও অথবা ফ্লেক্স-এর তরফে কোনো রকমের ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তবুও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মারফত এই খবর প্রকাশ্যে চলে এসেছে। এ ব্যাপারে তাদের অভিমত, এই বিশাল সংখ্যক মোবাইল প্রস্তুতের মাধ্যমে সরকারি করের দিক থেকে সুবিধা আদায়ের পথে যেতে পারে দুই সংস্থা। সে ক্ষেত্রে স্পেশাল ইকনোমিক জোন বা সেজ-এর সুবিধা পাওয়ার জন্য আবেদন জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: ২০১৮-র আর্থিক ক্ষেত্রে টপ নিউজ মেকারের তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেলেন মুকেশ অম্বানি! প্রথম স্থানে কে?

উল্লেখ্য, ফ্লেক্স ইতিমধ্যেই এ দেশের চেন্নাইয়ে সেজ-এর সুবিধা নিয়ে মোবাইল তৈরি প্রকল্প চালিয়ে যাচ্ছে। সেখানে প্রতি মাসে ৪০-৫০ লক্ষ মোবাইল তৈরির ক্ষমতা রয়েছে এই সংস্থার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here