income tax

ওয়েবডেস্ক: বুধবার বেতনভোগী কর্মচারীদের জন্য নতুন একটি সতর্কতা বার্তা শোনাল আয়কর বিভাগ। বলা হয়েছে, এই শ্রেণির আয়কর দাখিলকারী ব্যক্তিরা যদি অসত্য তথ্য সরবরাহ করে থাকেন তা হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থাৎ আয়কর দাখিল করার ফর্মে যদি কোনো রকমের ‘অবৈধ’ উপায় অবলম্বন করা হয় তা হলে করদাতার বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নিতে আইনের সাহায্য নেওয়া হবে। আয়কর বিভাগের হয়ে ফর্ম খতিয়ে দেখার কাজটি করে থাকে বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রসেসিং সেন্টার বা সিপিসি।

সিপিসির মতে, নির্ঝাঞ্ঝটে আয়কর জমা করিয়ে দেওয়ার নামে বেশ কিছু বেসকারি সংস্থা বা ব্যক্তি আয়কর দাতাকে ভুল পথে চালিত করে। তারা আয়করদাতাকে বেশ কিছু নির্দিষ্ট খাতে আয়-ব্যয়ের হেরফের ঘটিয়ে কর কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। করদাতাও নিজের লাভের কথা ভেবে তাদের প্রলোভনে পা দেন। কিন্তু এ বার থেকে এ ধরনের ঘটনায় করদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিল সিপিসি।

আরও পড়ুন: বদলে গেল আয়কর জমা করার ফর্ম, জেনে নিন বিশদে

উল্লেখ্য, এ বার থেকে আয়কর বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, বেতনভোগীদের বেতন বৃদ্ধির পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here