ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের অতিরিক্ত সময় কাজের ভাতা বা ওটিএ বন্ধের নির্দেশ জারি করল কর্মী মন্ত্রক। তবে শিল্পোৎপাদনে নিযুক্ত কর্মীরা এর আওতায় পড়বেন না।
জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, কমিশনের সুপারিশ মেনে নিয়েই নতুন বেতন কাঠামো চালু করেছে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত সময় কাজের জন্য বাড়তি অর্থ খরচ না করার বিষয়টিও কমিশনের সুপারিশের অন্তর্ভুক্ত ছিল। তবে শিল্পোৎপাদনের কাজে নিযুক্ত কর্মীরা নতুন এই নির্দেশিকার আওতায় পড়বেন না। তাঁরা সমান ভাবে ওভারটাইম ভাতা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত থাকবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে শিল্পোৎপাদনের সঙ্গে জড়িত বিভাগগুলিকে সুষ্ঠু ভাবে চিহ্নিত করণের নির্দেশও দেওয়া হয়েছে। তাঁরা ১৯৯১ সালের নির্দেশিকা অনুযায়ী পুরনো নিয়মেই ওটিএ পাবেন।
নতুন এই নির্দেশিকা বলবৎ করার আগে কেন্দ্রের সমস্ত মন্ত্রকের এবং সেগুলির অধীনস্ত সমস্ত বিভাগগুলির সঙ্গে আলোচনা সেরে ফেলা হয়েছে। তবে কর্মী মন্ত্রক জানিয়েছে, কোন কর্মী ওটিএ পাবেন, তা তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ।