petrol

ওয়েবডেস্ক: ফের রেকর্ড গড়ল ডিজেল-পেট্রোলের দাম। গত শুক্রবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৭৬.৭৮ টাকা, যা ছিল গত ৫৫ মাসের সর্বোচ্চ দর। তবে শনিবার সেই দামের সঙ্গে যুক্ত হল আরও তেরো পয়সা, দাম বেড়ে পৌঁছল ৭৬.৯১ টাকায়।

একই ভাবে বেড়েছে ডিজেলের দামও। গত শুক্রবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৬৮.০১ টাকা প্রতি লিটার, শনিবার ১৫ পয়সা বেড়ে তা পৌঁছেছে ৬৮.১৬ টাকায়। তবে শুধু কলকাতাতেই নয় দেশের অন্যান্য মহানগরগুলিতেও একই ভাবে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

শহর নন-ব্র্যান্ডেড পেট্রোলের দর (টাকা) ২১.০৪.২০১৮ ২০.০৪.২০১৮
দিল্লি ৭৪.২১ ৭৪.০৮
কলকাতা ৭৬.৯১ ৭৬.৭৮
মুম্বই ৮২.০৬ ৮১.৯৩
চেন্নাই ৭৬.৯৯ ৭৬.৮৫
শহর নন-ব্র্যান্ডেড ডিজেলের (টাকা) ২১.০৪.২০১৮ ২০.০৪.২০১৮
দিল্লি ৬৫.৪৬ ৬৫.৩১
কলকাতা ৬৮.১৬ ৬৮.০১
মুম্বই ৬৯.৭০ ৬৯.৫৪
চেন্নাই ৬৯.৬ ৬৮.৯০

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here