ওয়েবডেস্ক: ১০,৮০০ পয়েন্টের গন্তব্যে পৌঁছতে ভারতীয় শেয়ার বাজারের সূচক নিফটি ফিফটিকে যে আরও বেগ পেতে হবে, তা ক্রমাগত স্পষ্ট হয়ে ধরা পড়ছে। শেষ পাঁচটি ট্রেডিং ডে-তে ক্ষীণ আশার আলো জাগিয়েও সূচক কোনো মতেই ওই লক্ষ্য ছুঁতে পারছে না। তবে শুক্রবারের বাজারে বেশ কয়েকটি ইতিবাচক ঘটনার সমর্থন স্বস্তি দিতে পারে বিনিয়োগকারীদের।
যার একটি বড়ো কারণ বিশ্ববাজারে তেলের মূল্য। তেলের দাম নিয়ে সাময়িক আশঙ্কা কেটে যাওয়ায় নিকট ভবিষ্যতে লাভের মুখ দেখতে পারে তেল সরবরাহকারী সংস্থাগুলি। জানা গিয়েছে, সৌদি আরব এশিয়ার বাজারে সরবরাহ করা তেলের দাম কমিয়েছে। শেষ চার মাসে এই প্রথম মূল্য হ্রাস করল বৃহত্তম তেল উৎপাদক দেশ।
এর পরেই চলে আসে আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধ। আপাতত সাময়িক বিরতির লক্ষণ দেখা দেওয়ায় শুক্রবার ভারতের শেয়ার বাজার ন্য়ূনতম স্বস্তি অনুভব করবে বলেই বিশেষজ্ঞদের অনুমান।
আরও পড়ুন: কোথা থেকে কত দূর যেতে পারে নিফটি ফিফটি?
তথ্যপ্রযুক্তি, গাড়ি শিল্প-সব বেশ কয়েকটি ক্ষেত্র বাজারের বেহাল দশার মধ্যে শেষ কয়েক দিন যে ভাবে সমর্থন পেয়ে চলেছে, তা তে সপ্তাহের শেষ কেনা-বেচার দিনে সই সমর্থনের পাল্লা ভারী হতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্য দিকে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এ দেশে বিট কয়েন-সহ যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করেছে। তারও একটা প্রভাব পড়বে শুক্রবারের বাজারে।