petrol
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) ইন্ডিয়ান ওয়েল গ্রাহকদের জন্য ৫ লিটার পর্যন্ত বিনামূল্যে পেট্রোল দেওয়ার অফারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল। যাঁরা এসবিআই কার্ড বা ভিম (ভিএইচআইএম) এসবিআই পে ব্যবহার করেন তাঁরা ন্যূনতম ১০০ টাকা মূল্যের পেট্রোল কেনার জন্য অফারের সুবিধা লাভ করতে পারেন। প্রাথমিক ভাবে গত ২৩ নভেম্বর পর্যন্ত মূলত এই প্রকল্পটির মেয়াদ থাকলেও তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে এসবিআই জানিয়েছে।

এসবিআই নিজস্ব টুইটার হ্যান্ডেলের একটি পোস্টে বলেছে, “যে কোনো ইন্ডিয়ান ওয়েল আউটলেট থেকে বিএইচআইএম এসবিআইয়ের ব্যবহার করে ৫ লিটার পর্যন্ত বিনা মূল্যের পেট্রোল পাওয়ার সুযোগ নিন। ১৫ ডিসেম্বার ২০১৮ পর্যন্ত অফার দেওয়া হবে”।

এসবিআইয়ের এই অফার পাওয়ার জন্য ইন্ডিয়ান ওয়েলের আউটলেট থেকে বিএইচআইএম এসবিআই পে ব্যবহার করে ন্যূনতম ১০০ টাকার পেট্রোল কিনতে হয়। ১২ সংখ্যার ইউপিআই রেফারেন্স নম্বর অথবা ৬ সংখ্যার অ্যাপ্রুভাল বা অথরাইজেশন কোড ৯২২২২২২০৮৪ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here