SBI

ওয়েবডেস্ক: ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়াল ৫-১০ বেসিস পয়েন্ট। রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার পুনর্মূল্যায়নের আগেই গত ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এসবিআইয়ের নতুন সুদের হার।

যদিও এ বারের সুদের হার বৃদ্ধি হয়েছে মেয়াদভিত্তিক। যেমন ৭-৪৫ দিনের জন্য সুদের হার গত ৩০ জুলাইয়ের মতোই অপরিবর্তিত থাকলেও ১-২ বছরের জন্য সুদের হারে এসেছে পরিবর্তন। এক নজরে দেখে নিন নীচের তালিকায়-

মেয়াদ ৩০.০৭.২০১৮ থেকে কার্যকরী ২৮.১১.২০১৮ থেকে কার্যকরী
৭-৪৫ দিন ৫.৭৫ ৫.৭৫
৪৬-১৭৯ দিন ৬.২৫ ৬.২৫
১৮০-২১০ দিন ৬.৩৫ ৬.৩৫
২১১ দিন-১ বছর ৬.৪০ ৬.৪০
১ বছর-২ বছরের কম ৬.৭০ ৬.৮০
২ বছর-৩ বছরের কম ৬.৭৫ ৬.৮০
৩ বছর-৫ বছরের কম ৬.৮০ ৬.৮০
৫ বছর-১০ বছরের কম ৬.৮৫ ৬.৮৫

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here