SBI

ওয়েবডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের সঞ্চয়ের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের সুযোগ দিয়ে চলেছে। কোন প্রকল্পে টাকা রাখলে আর একটু বেশি হারে সুদ পাওয়া যাবে তা অনেক সময়ই সহজে জানা যায় না। এসবিআইয়ের  ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ঠিক কী পরিমাণ সুদ পাওয়া যায়, কতটা সময়কালের জন্য তা দেখে নেওয়া যেতে পারে এক নজরে-

ফিক্সড ডিপোজিটে এসবিআইয়ের সুদের হার:

(সমস্ত সংখ্যা বার্ষিক শতকরা হারে এবং ১ কোটি টাকার নীচে বিনিয়োগের জন্য)

সময়সীমা সাধারণ গ্রাহকের জন্য সংশোধিত সময় ২৮.৫.২০১৮ প্রবীণ নাগরিকের জন্য সংশোধিত সময় ২৮.৫.২০১৮
৭ দিন-৪৫ দিন ৫.৭৫ ৬.২৫
৪৬ দিন-১৭৯ দিন ৬.২৫ ৬.৭৫
১৮০ দিন-২১০ দিন ৬.৩৫ ৬.৮৫
২১১ দিন-১ বছরের কম পর্যন্ত ৬.৪ ৬.৯
১ বছর-২ বছরের কম ৬.৬৫ ৭.১৫
২ বছর-৩ বছরের কম ৬.৬৫ ৭.১৫
৩ বছর – ৫ বছরের কম ৬.৭ ৭.২
৫ বছর- ১০ বছর পর্যন্ত ৬.৭৫ ৭.৫

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here