sensex,Nikkei 225,Dow Jones Industrial Average

নিফটি ও সেনসেক্স এখন রীতি মতো ফুরফুরে মেজাজে। গতে বাঁধা অঙ্কে একটু -আধটু উঠি-নামি খেল প্রদর্শন লেগেই থাকে। যা গতকালও দেখা গিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে হতাশ হওয়ার তেমন কিছু নেই। বাজার নিজস্ব গ্রাফ পেয়ে গিয়েছে। ফলে ঘাবড়ানোর মতো কোনো লক্ষণ নেই। এখন তো সবে শুরু, হাতে রয়েছে আরও বছর দুয়েক সময়। এই সময়ের মধ্যেই বাজার সর্বকালের সেরা  রের্কডের রেকর্ড গড়বে। রেকর্ডের রের্কড বলা হচ্ছে এই কারণেই যে, সেনসেক্স যদি এক বার ৪০ হাজারে পৌঁছে যায় তা হলে সেই রেকর্ডই হবে সব থেকে বেশি চমকপ্রদ। যা ভারতীয় স্টক মার্কেট স্মরণীয় করে রাখবে যুগের পর যুগ ধরে।

যুগ প্রসঙ্গে দাঁড়ি টেনে এ বার দেখে নেওয়া যেতে পারে হাতের কাছে থাকা এমন কিছু পরামর্শ যা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার বিনিয়োগকে আশানুরূপ বাড়িয়ে তুলবে। স্টক ব্রোকিংয়ে যুক্ত একটি সংস্থার এক বিশেষজ্ঞের দেওয়া পরামর্শ মেনে বিনিয়োগ করে দেখা যেতে পারে। তবে অবশ্যই পুনরাবৃত্তি করতে হবে সেই সাবধানবাণীর-শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু নিজস্ব ঝুঁকির বিষয়। ফলে সাধু, সাবধান-

কিনুন ডেভিস ল্যাব-স্টপলস ১০৭৯ টাকা এবং লক্ষ্য ১১৮০ টাকা

কিনুন অ্যাপোলো হসপিটাল-স্টপলস ১১১৬ টাকা এবং লক্ষ্য ১২৬০ টাকা

কিনুন রেডিকো খৈতান-স্টপলস ২৭৪ টাকা এবং লক্ষ্য ৩০০ টাকা

কিনুন তামিলনাড়ু নিউজপ্রিন্ট-স্টপলস ৪২০ টাকা এবং লক্ষ্য ৪৭০ টাকা

পরামর্শ দিয়েছেন- রুচিত জৈন, অ্যাঞ্জেল ব্রোকিং

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here