mobile data

ওয়েবডেস্ক: জিও-র জোর ধাক্কা ধীরে ধীরে সব ক’টি টেলিকম সংস্থার গায়েই লেগেছে। আর সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে একের পর এক নতুন প্ল্যান আর পুরোনো প্ল্যানের বার বার পরিবর্তনের হিড়িক দেখেই। এ বার আরও দু’টি নতুন প্ল্যান আনতে চলেছে ভোডাফোন।

৭৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। দিনে সাড়ে চার জিবি হাই স্পিড ফোরজি ডেটা ছাড়াও এই প্ল্যানে থাকবে দৈনিক ১০০টি এসএমএস। তা ছাড়াও লোকাল, এসটিডি আর রোমিং কল সীমাহীন। অর্থাৎ মোট ১২৬ জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে।

আরও পড়ুন : ৯৯ টাকায় আনলিমিটেড প্রিপেড প্যাক! কোন সংস্থা?

৫৪৯ টাকার প্ল্যান – এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। সাড়ে তিন জিবি হাইস্পিড ৪জি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস ও সীমাহীন লোকাল, এসটিডি ও রোমিং কল। এ ক্ষেত্রে মোট ৯৮ জিবি ডেটা পাওয়া যাবে।

তা ছাড়া ভোডাফোন গ্রাহকদের বিনামূল্যে ‘ভোডাফোন প্লে’ সাবস্ক্রিপশনের সুবিধে দিচ্ছে।

তবে এখনও পর্যন্ত ভোডাফোন তাদের সব ক’টি প্ল্যানেই দিনে ২৫০ মিনিট আর সপ্তাহে ১০০০ মিনিট কথা বলের সময়সীমায় বেঁধে রেখেছে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো জিও ৭৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে রোজ পাঁচ জিবি ডেটা, আর ৫০৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে রোজ ৪জিবি ডেটা ২৮ দিনের জন্য। সঙ্গে দিনে ১০০টি এসএমএস আর আনলিমিটেড লোকাল এসটিডি আর রোমিং কল তো আছেই। সঙ্গে জিও-র বিভিন্ন অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here