Share-sensex

ওয়েবডেস্ক: গত বুধবার সামান্যতম সবুজসংকেত দেখানোর পর দিন ফের নিফটির রেখচিত্রের ঊর্ধ্বমুখিতা নিয়ে প্রশ্ন উঠে গেল সকাল সকাল। এ দিন প্রি-ওপেন সিজনেই নিফটি ৯০ পয়েন্ট পড়ে গেল। আবার সেনসেক্স পড়ল আড়াইশো পয়েন্টের বেশি।

এমন ঘটনা যে ঘটতে চলেছে, তার পূর্বাভাস মিলেছিল সিঙ্গাপুর স্টক একচে্জে নিফটির কেনাবেচা দেখেই। নিফটি ১০,১৩৪ পয়েন্টের নীচে চলেছে ট্রেডিং। সেই রেশ ধরেই গত বুধবার .৭৭ শতাংশ বেড়ে থাকা নিফটি তার পুরোটাই গিলে ফেলল তো বটেই তার থেকেও নীচে নেমে গেল। বাজার খোলার পরেও অপরিবর্তিত রইল সেই ছবি।

তবে হাতে পড়ে সারাটা দিন আছে, ঘটনার ঘনঘটায় ছবিটা উল্টেপাল্টে গেলেও যেতে পারে। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের স্টক কেনার মানসিকতা আর বড়ো বিনিয়োগকারীদের আপাতত স্টক বিক্রি না করার সিদ্ধান্তের জেরে বাজার ঘুরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।

সরাসরি নিফটির ওঠানামা দেখতে ক্লিক করুন-নিফটি৫০

আপাতত স্থির হয়ে আছে, নিফটির আজকের রেজিস্ট্যান্স ১০,৩৩৩-১০,৩৫০ পয়েন্ট। অন্য দিকে নীচের দিকে সাপোর্ট হতে পারে ১০,১৩৮ অথবা ১০,১০০ পয়েন্ট। সকাল সকাল নিফটি ১০,১২৫ পয়েন্ট ছুঁয়ে এসে প্রথম সাপোর্ট ভেঙেছে। এখন দেখা যাক, দ্বিতীয় সাপোর্টে রক্ষা পায় কি না!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here