bike

ওয়েবডেস্ক: এখনও পর্যন্ত ২০১৮-তে সব থেকে বেশি বিক্রি হওয়া মোটর বাইক কোনটি? উত্তর মিলেছে গত মে মাসে সব থেকে বেশি বিক্রি হওয়া বাইকের পরিসংখ্যান থেকেই। তবে সেই তালিকায় এমন কিছু বাইক রয়েছে, যেগুলির নির্মাতা সংস্থা সঠিক সংখ্যা জানাতে পারেননি। তার মধ্যে থেকেই প্রকাশিত হওয়া চারটি বাইকের বিক্রি কত, দেখে নেওয়া যাক এক ঝলকে।

১. বাজাজ পালসার ১৬০   * দাম-৮৫,৪৯১ টাকা  (অন রোড)

মে মাসে বিক্রি হয়েছে: ৫২,৭৫৯টি

 

Bajaj pulser

২. হোন্ডা সিবি শাইন   * দাম-৬৫,৬২৬ টাকা  (অন রোড)

মে মাসে বিক্রি হয়েছে: ৯৯,১৮২টি

honda

 

৩. টিভিএস অ্যাপাচে আরটিআর ১৬০   * দাম-৮৮,২২৮ টাকা  (অন রোড)

মে মাসে বিক্রি হয়েছে: ৪৩,২৩৪টি

 

tvs rtr 160

 

৪. রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০   * দাম-১,৫৭,৭৫৬ টাকা  (অন রোড)

মে মাসে বিক্রি হয়েছে: ৫১,১৪৭টি

enfield classic

এ ছাড়াও বেশি বিক্রির দৌড়ে রয়েছে টিভিএস স্পোর্ট, হোন্ডা সিবি হরনেট ১৬০ আর, ইয়ামাহা ওয়াইএফজেড আর ১৫ ভি৩-সহ আরও বেশ কয়েকটি বাইক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here