yes bank atm

ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডের ব্যবসায় নামার অনুমোদন পেল ইয়েস ব্যাঙ্ক। বেসরকারি এই বহুজাতিক ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবির কাছ থেকে তারা চূড়ান্ত সম্মতিপত্র পেয়ে গিয়েছে।

সেবির কাছ থেকে এই অনুমোদন পাওয়ার অর্থ পরবর্তী স্তরে রিজার্ভ ব্যাঙ্কের স্বীকৃতি আদায়।

আরও পড়ুন: কোথা থেকে কত দূর যেতে পারে নিফটি ফিফটি?

ইয়েস ব্যাঙ্কের অধীনস্ত ইয়েস অ্য়াসেস ম্যানেজমেন্ট (ইন্ডিয়া) জানিয়েছে, আগামী ৬-১২ মাসের মধ্যেই তারা বাজারে ডেবট এবং ইক্যুইটি ব্যবসায় নামতে চলেছে।

আরও পড়ুন: রফতানি ক্ষেত্রে বাংলাদেশের আয় বাড়ল ৫.৮১ শতাংশ

সংস্থার তরফে জানানো হয়েছে, কর্পোরেট বা খুচরো ক্ষেত্রে লেনদেনে ইয়েস ব্যাঙ্কের দক্ষতা এবং জ্ঞান যথেষ্ট ভাবে রয়েছে। ফলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেবট ও ইক্যুইটি ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আসবে। পাশাপাশি ব্যাঙ্কের পরিচালনমণ্ডলী এবং ট্রাস্টির তরফে এই ব্যবসার সুষ্ঠু পরিচালনায় একটি বিশেষজ্ঞ দলও নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here