IRCTC-এর মাধ্যমে যারা টিকিট বুকিং করেন তাঁদের জন্যে সুখবর খবর, টিকিট কাটার নিয়মে বড় রদবদল

0

IRCTC-এর মাধ্যমে যারা টিকিট বুকিং করেন তাঁদের জন্যে সুখবর খবর। যাত্রীদের সুবিধার কথা ভেবে আইআরসিটিসি-র অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থায় ভারতীয় রেল পরিবর্তন আনল।আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে একটি ইউজার আইডি ব্যবহার করে আরও বেশি টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ইউজার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আরও বেশি সুযোগসুবিধা পাওয়া যাবে। এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, আধার লিঙ্কড নয়, এমন ইউজার আইডি থেকে এতদিন মাসে সর্বোচ্চ ৬ টি টিকিট কাটা যেত। এবার থেকে সেটা বাড়িয়ে ১২ টি করা হল।

টিকিটের সংখ্যা সীমিত হওয়ার ফলে অনেকেই গ্রুপে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। এমনকী এক একটি পরিবারের সদস্য সংখ্যাও এত বেশি হলে টিকিট কাটার ক্ষেত্রে সমস্যায় পড়তেন যাত্রীরা। এবার যাত্রীদের সমস্যার সমাধান আনল ভারতীয় রেল। একটি ইউজার আইডি থেকে টিকিট বুকিংয়ের সর্বাধিক সংখ্যা বাড়িয়ে ১২ করে দেওয়া হয়েছে। এর আগে একটি ইউজার আইডি থেকে সর্বাধিক ৬টি টিকিট কাটার সুবিধা পাওয়া যেত। যা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে ১২টি টিকিট কাঁটা যাবে। তবে এই সুবিধা পাবেন যারা আধারের সঙ্গে লিঙ্ক করেননি আইআরসিটিসি’র ইউজার আইডি’র সঙ্গে।

আরো পড়ুন :

চটজলদি ঘোরার প্ল্যান, দেখে নিন তৎকালে টিকিট কনফার্ম করার পদ্ধতি

বিজ্ঞাপন