খবর অনলাইন : দেশের ৬৮ বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তাঁদের উৎসবে জাতীয় ছুটি পেলেন। হোলি, দীপাবলি আর ইস্টারের দিন পাকিস্তানে সরকারি ছুটি হিসাবে ঘোষিত হল। এ ব্যাপারে একটি প্রস্তাব পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে গৃহীত হয়েছে।
প্রস্তাবটি উত্থাপন করেন পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সদস্য ডঃ রমেশ কুমার ভাঙ্কোয়ানি। তিনি সিন্ধু প্রদেশের থরপরকর জেলার সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত একটি আসন থেকে নির্বাচিত সাংসদ। পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক ডঃ ভাঙ্কোয়ানি মনে করেন, এই দিনগুলিতে ছুটি ঘোষণা করলে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ডঃ ভাঙ্কোয়ানির প্রস্তাব সম্পর্কে স্পিকার সর্দার আয়াজ সাদিক মন্ত্রীদের মতামত জানতে চাইলে কেউই প্রস্তাবের বিরোধিতা করেননি।
পাকিস্তান মানবাধিকার কমিশনের অমরনাথ মতুমল বলেন, “পাকিস্তানে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ওই দিনগুলিতে আমরা ছুটি পেয়ে থাকি।”
উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা ৩০ লক্ষ, দেশের জনসংখ্যার ২ শতাংশ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ২৫ লক্ষ অর্থাৎ জনসংখ্যার ১.৬ শতাংশ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।