খবর অনলাইন : সমকামিতা নিয়ে কিছুটা ভোল বদল আরএসএসের। সঙ্ঘের যুগ্ম সচিব দত্তাত্রেয় হোসাবালে শুক্রবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সমকামিতা কোনও অপরাধ নয়, এর মানসিক চিকিৎসা প্রয়োজন। তবে একে প্রতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিপক্ষেই তিনি মত প্রকাশ করেছেন।
সমকামিতাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার অন্তর্ভুক্ত করা উচিত কিনা এই প্রশ্নের উত্তরে দত্তাত্রেয় বলেন, “যতক্ষণ না এই আচরণ সমাজের মধ্যে প্রভাব ফেলছে ততক্ষণ একে অপরাধ হিসাবে গণ্য করা উচিত নয়।” সমকামী বিবাহ প্রসঙ্গে তিনি টুইট করে বলেন, “এই ধরনের বিবাহ সমকামিতাকে প্রতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। একে রোখা উচিত।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।