মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে নববর্ষ উদযাপনের মাঝে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান অথবা ট্রাক দ্রুত গতিতে জনতার ভিড়ে ঢুকে পড়ায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের ক্যানাল এবং বাবোর্ন স্ট্রিটের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। সেখানে নববর্ষ উদযাপন করতে একত্রিত হয়েছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক জনতার ওপর গাড়ি চালানোর পর বন্দুক থেকে গুলিও ছোড়েন।
নিউ অর্লিন্সের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (NOLA Ready) জানিয়েছে, ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই গাড়ির চালকের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
সাম্প্রতিক অনুরূপ ঘটনা
এই দুর্ঘটনার কয়েক দিন আগেই জার্মানির ম্যাগডেবার্গ শহরে গাড়ি চালিয়ে জনতার ওপর হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় ৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছিলেন। সেখানে সন্দেহভাজন ব্যক্তি সৌদি বংশোদ্ভূত বলে জানা যায় এবং মানসিক অসুস্থতার অভিযোগে তাঁকে আটক করা হয়।
নিউ অর্লিন্সের ঘটনাটি নববর্ষের দিনে শোকের আবহ বয়ে নিয়ে এসেছে। তদন্ত শুরু করেছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।