দুষ্কৃতীর গুলিতে নিউইর্য়কে নিহত দুই বাংলাদেশি

0

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে এক মসজিদের ইমাম সহ দুই বাংলাদেশিকে  গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।  শনিবার স্থানীয় সময় দুপুর একটা পঞ্চাশ মিনিট নাগাদ দুষ্কৃতীরা তাদের পিছন থেকে গুলি করে। সেই সময় তাঁরা যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত ইমাম আলাউদ্দিন আখনজি (৫৫) দু’বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। অপর জন তারা মিয়া (৬৪) তাঁর সহকারী ছিলেন। ইমাম ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা ঘটনার পর এক ব্যক্তি রিভালবার হাতে পালিয়ে যেতে দেখেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন