ফ্রান্স : ফ্রান্সের একটি হাইস্কুলে গুলি চলার ঘটনায় আহত হল দুই ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ফ্রান্সের গ্রাসে। ঘটনায় গ্রেফতার হয়েছে ১৭ বছরের ১ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, এটা কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয়।
অন্য দিকে প্যারিসে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দফতরে একটি বিস্ফোরণ ঘটে। একটি চিঠি খোলা মাত্রই তা ফেটে যায়। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা কর্মী। প্যারিসের পুলিশ প্রধান মাইকেল কাডট জানিয়েছেন, বোমাটি ঘরোয়া পদ্ধতিতে বানানো। এপ্রিল ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে একই দিনে এমন দু’টি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনা দু’টির দায় স্বীকার করেনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।