ওয়েবডেস্ক: চিনের হেনান প্রদেশের একটি কিন্ডারগার্টেনের ২৩টি শিশুকে খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে।
গত সপ্তাহে জিয়াওজুয়ো শহরের এই ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত শিক্ষককে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিন্ডারগার্টেনের ওই পড়ুয়াদের খাবারে সোডিয়াম নাইট্রেটের মতো বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেওয়া হয়েছিল।
চিন প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, যথাযথ চিকিৎসার পর ১৫টি শিশুকে ছেড়ে দেওয়া হলেও আট জন এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সোডিয়াম নাইট্রেট মাত্রাধিক পরিমাণে শরীরে প্রবেশ করলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ঘোরা এবং বমি শুরু হয়। এমনকী যা মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে।
[ আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখার ও পারে পাক সেনার সাতটি চৌকি গুঁড়িয়ে পালটা জবাব ভারতের ]
স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা জানিয়েছেন, একই সঙ্গে এতগুলি শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে ওয়াং নামে এক শিক্ষককে অভিযুক্ত করে। এবং ঘটনার গতিপ্রকৃতি দেখে তাকে গ্রেফতারও করা হয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।