ওয়েবডেস্ক : বাবা-মায়ের মন অন্য দিকে ঘোরানো বা নিজের কার্যসিদ্ধ করতে ছোটোখাটো মিথ্যা কথা অনেকেই বলে। তবে এমন কাণ্ড কি কেউ কখনও করেছে? যেমনটি করল ফ্রান্সের এই ২৩ বছরের পড়ুয়া।
অভিভাবকরা যাতে তার কাছে এসে পৌঁছোতে না পারেন তার জন্য বিমানে বোমা রাখার মিথ্যা আতঙ্ক ছড়িয়েছে এই পড়ুয়া, জানালেন সরকারি আইনজীবী। বিমানে বোমার ভুয়ো আতঙ্ক ছড়ানোর অভিযোগেই তাকে অভিযুক্ত করা হয়েছে।
ঘটনা ১৮ জানুয়ারির। অভিযুক্ত পড়ুয়ার অভিভাবকরা আসছিলেন ইজিজেট সংস্থার বিমানে, তাঁরা ফ্রান্সের লিয়ঁ থেকে রেনেস-এ। বিমানটিতে ১৫৯ জন যাত্রী ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটিকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করা হয়। বলা হয় বিমানে বোমা রাখা আছে। তার পরই অগ্নিনির্বাপক দল বিমানে তল্লাশি চালায়। কিন্তু কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। পরে অবশ্য ওই যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়।
আরও পড়ুন – সুন্দরবনের সেই মুখগুলি/ ভুঁড়ে কেনার বউ
সরকারি আইনজীবী জানান, এই পুরো ঘটনার পেছনে যে ছিল, তাকে খুঁজে বের করা গিয়েছে। সে ২৩ বছরের এক পড়ুয়া। আগামী মে মাসে তাকে ফৌজদারি আদালতে হাজির করা হবে। দোষ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাবাস আর ৮৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।