ওয়েবডেস্ক : জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ইরাক বাহিনির সোয়াট টিম, কিন্তু যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো ইরাকি পুলিশকে। তার শরীরের বহরই এতটাই বড় যে তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা সম্ভব হয়নি। রীতিমতো ট্রাক ডেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ‘জব্বা দ্য জেহাদি’ নামে পরিচিত আইসিস আলেম গ্রেফতার করেছে সোয়াট টিম। যিনি নানা সময় আইসিস-এর মধ্যে বিশ্বাসভঙ্গকারীদের মৃত্যুদন্ডের ফতোয় দিয়েছেন। সোয়াট টিম সম্প্রতি মসুল থেকে তাকে গ্রেফাতার করে। তার ওজন প্রায় ২৫০ কেজি। বাড়ি থেকে কার্যত নড়াচড়া করতে পারত নানা। কিন্তু ঘরে বসে বসে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেত।

ইরাকি বাহিনির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম মুফতি আবু আবদুল বারি। বিভিন্ন সময় ইরাকি বাহিনির বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য রাখতেন। তিনি আইসিসদের গুরুত্বপূর্ণ নেতা বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এছাড়াও ইয়াজিদি মহিলাদের আইসিসের কাছে দাসত্ব করার স্বপক্ষে তিনি ধর্মীয় যুক্তি দিতেন নিয়মিত ভাবে।
আরও পড়ুন :
- খুদে পরীক্ষার্থীদের সাফল্যের বিশেষ পাঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
- বিক্ষোভ আটকাতে কড়া ব্যবস্থা, তিন রাজধানী পরিকল্পনায় অন্ধ্র বিধানসভায় বিশেষ বিল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।