ওয়াশিংটন: আমেরিকায় ফের অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হানা। শুক্রবার দুপুরে রাজধানী ওয়াশিংটনে এক ব্যক্তির গুলি চালানোর ফলে এক নাবালিকা-সহ আরও দু’জন আহত হয়েছেন।
ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
এই ঘটনার পরই বন্দুকধারী ব্যক্তিকে গ্রেফতার করতে ওই এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে লকডাউন করে তল্লাশি শুরু করে পুলিশ। এলাকার সমস্ত বাড়ি এবং বহুতলগুলিতে তল্লাশি চলছে। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রফতার করা হয়নি বলেও পুলিশ জানিয়েছে।
ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান স্টুয়ার্ট এমেরম্যান জানান, আহত তিন ব্যক্তিকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তি গুলির আঘাতে গুরুতর জখম হলেও তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি, গুলি ওই নাবালিকার দেহ ছুঁয়ে বেরিয়ে যাওয়ার ফলে সে খুব একটা জখম হয়নি।
আরও পড়তে পারেন:
বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা, সংক্রমণ বাড়লেও তা দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মতো গতিশীল নয়
কংগ্রেসে যোগ দেওয়ার পথে প্রশান্ত কিশোর, তবে তাঁর কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন দলের প্রবীণ নেতা
লালুপ্রসাদ যাদবের উঠোনে নীতীশ কুমার, ফের দুই মেরুর মিলনের অপেক্ষার বিহারের রাজনীতি!
জহাঙ্গিরপুরীতে পুলিশি বাধা, ফিরতে হল তৃণমূলের প্রতিনিধি দলকে
রাজধানী নয়, বিদেশি অতিথিদের গন্তব্য এখন গুজরাত! এ বার কি নয়াদিল্লির জায়গা নিচ্ছে অমদাবাদ?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।