সৌদি আরবে চলমান হজযাত্রার সময় তীব্র তাপমাত্রার কারণে সাড়ে ৫০০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব প্রশাসন। তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে, যার ফলে প্রচণ্ড গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই গরমে প্রচুর মানুষের সমাগম হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
প্রশাসনের মতে, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশিভাগই মিশর থেকে এসেছিলেন। এছাড়াও, জর্ডনের বাসিন্দারাও রয়েছেন। ইসলামী ক্যালেন্ডার মেনে শুক্রবার হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকার। তবে এ বছর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে গাজ়া ভূখণ্ডে ইজরায়েলি সেনার হানাদারির কথা মাথায় রেখে। যুদ্ধের আবহে অশান্তির সম্ভাবনা এড়াতে হজযাত্রীদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে সৌদির হজ এবং উমরা মন্ত্রক।
হজযাত্রা শুরু হতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পুণ্যার্থী সৌদি আরবে এসে ভিড় করছেন। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ মানুষ হজে এসেছেন, যার মধ্যে বিদেশ থেকে এসেছেন ১২ লক্ষ হজযাত্রী। এত ভিড় এবং তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। অসুস্থ হজযাত্রীদের দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
২৪ বছর পর প্রথমবার উত্তর কোরিয়া সফরে পুতিন
সৌদি আরবের হাসপাতালগুলির সূত্রে দাবি করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হিট স্ট্রোকজনিত কারণে মৃত্যু হচ্ছে। তীব্র গরমের পরিস্থিতি এড়ানোর জন্য হজযাত্রীদের নানা রকম পরামর্শ দিচ্ছে সৌদি আরবের প্রশাসন। হজযাত্রীদের সতর্ক করার জন্য বিভিন্ন স্থানে মাইকে ঘোষণা করা হচ্ছে।
প্রচণ্ড গরমের মধ্যে হজযাত্রীদের সুস্থ রাখার জন্য সৌদি প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।