৯ বছর পর নতুন করে আত্মপ্রকাশ। তাতে যা হওয়ার তাই হল। ৩ দিনে ৬ লক্ষ ৮০ হাজার কপি বিক্রি হল হ্যারি পটার সিরিজের অষ্টম বইটি।‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’। স্বাভাবিক ভাবেই দারুণ খুশি কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশকরা।
পটার সিরিজের আগের সাতটি বই-এর থেকে এবারের বইটির আঙ্গিক আলাদা। এবার আর ধারাবাহিক বর্ণনায় মোড়া গল্প নয়। সংলাপ আকারে লেখা।আশা করা হচ্ছে এখনও পর্যন্ত সব থেকে বেশি বিক্রিত, জে বি প্রিস্টলির সংলাপাকারে লেখা বই ‘অ্যান ইন্সপেক্টর কল’- এর থেকেও বেশি ব্যবসা করবে জে কে রাউলিং-এর ‘হ্যারি পটার অ্যান্ড কার্সড চাইল্ড’।
গত রবিবার মধ্য রাতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছিল বইটি। ২০০৭ সালের হ্যারি পটারের এই ফিরে আসাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল জমজমাট অনুষ্ঠানের। প্রচারের ফলও মিলল হাতেনাতে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।