shootings at two mosques in Christchurch
জোড়া হামলায় মৃতের সংখ্যা ৪৯

ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলায় নিখোঁজ ন’জন ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূত। ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গুরুতর আহত ২০ জন। অন্য দিকে ৭ জনের মৃত্যু হয়েছে লিনউড মসজিদে হামলার ঘটনায়।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ মসজিদে জুম্মার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছোড়ে। হামলার ভিডিও থেকে স্পষ্ট হামলাকারী আগে থেকেই পুরো ঘটনার দৃশ্য ভিডিও করার প্রস্তুতি নিয়েছিল।

এ দিন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাউদ্দিন ওয়েইসি জানান, ওই সন্ত্রাসী হামলায় দু’জন ভারতীয়র মৃত্যু হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও একজন।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা শোকবার্তায় কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন।

একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব কোহলি টুইটারে জানিয়েছেন, “ওই হামলায় ন’জন ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূত এখনও নিখোঁজ। এ ব্যাপারে সরকারি ভাবে কোনো তথ্য জানানো হয়নি। নিখোঁজদের পরিবারের পাশে আমরা আছি”।

[ আরও পড়ুন: নিউজিল্যান্ডের জঙ্গি হামলায় মৃত ৪৯, বন্দুকবাজ ‘কট্টরবাদী, দক্ষিণপন্থী’ অস্ট্রেলীয় নাগরিক ]

উল্লেখ্য, নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here