ওয়েবডেস্ক: পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলার তিন দিনের মধ্যে একই রকম ঘটল পাকিস্তানে। টার্গেট সে দেশের সেনা।
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পাক সেনা কনভয়ে হামলার ঘটনায় অন্তত ন’জন জওয়ান নিহত হয়েছেন। আহত ১১।
সংবাদপত্র বালুচিস্তান পোস্টের খবর অনুযায়ী প্রদেশের তুর্বাত এবং পাঞ্জগুরের মাঝখানে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাছেই এই ঘটনার ঘটেছে।
এই হামলার দায় স্বীকার করেছে বালুচ রাজি অজৈ সাঙ্গর (ব্রাস) নামে একটি সংগঠন।
উল্লেখ্য, বালুসচিস্তানকে স্বাধীন করার দাবি অনেক দিনের। সেই দাবিতে তৈরি হওয়া তিনটে সংগঠন বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিকান গার্ডকে এক ছাতার তলায় এনেছে এই ব্রাস।
ব্রাসের মুখপাত্র বালুচ খান জানিয়েছেন, তাঁদের আত্মঘাতী জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন পুলওয়ামা হামলার মূল চক্রী-সহ দুই জইশ জঙ্গি সংঘর্ষে নিহত
ঠিক একই সময়ে ইরানেরও অভিযোগ, তাদের বাহিনীর ওপরে হামলা চালিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। এর ফল ভালো হবে না বলেও হুশিয়ারি দিয়েছে ইরান।
এই আবহে গত শনিবারই বুলগারিয়া যাওয়ার পথে ইরানে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেন বিদশমন্ত্রী সুষমা স্বরাজ। সে দেশের উপবিদেশমন্ত্রী সঈদ আব্বাস আরাগছির সঙ্গেও বৈঠক করেন তিনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।