ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল ইতালির শহর আমাত্রিস। আজ স্থানীয় সময় ভোর ৩টে ৩৬ মিনিটে কেঁপে উঠে মধ্য ইতালি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত ৭৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও বহু মানুষ ভেঙে পড়া ঘর-বাড়ির নীচে চাপা পড়ে আছেন। বহু এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ভূমিকম্পে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির শহর আমাত্রিস। শহরের মেয়র সারজিও পেরজ্জি বলেছেন, ভূমিকম্পের জেরে শহরের ভেতর এবং বাইরের রাস্তাঘাটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শহরে ধস নামায় একটি গুরুত্বপূর্ণ সেতুও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
ধ্বংসস্তূপের নীচ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
মধ্য ইতালির পেরুগিয়া শহরের ৭৬ কিমি দক্ষিণ-পূর্ব এই ভুমিকম্পের উৎসস্থল। স্থানীয় লা রিপাবলিকা কাগজের সূত্রে জানা যাচ্ছে, রোমে কিছু বাড়ি অন্তত ২০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে। মূল কম্পন ছাড়াও একাধিক শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। এর আগে ২০০৯ সালে ইতালির আকুলিয়া অঞ্চলে ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।
ছবি: রয়টারের টুইটার পোস্টের সৌজন্যে
Strong earthquake hits central #Italy, brings down buildings https://t.co/T1asfvskAk
— Reuters World (@ReutersWorld) August 24, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।