এক মিনিট চুম্বন করলে খরচ হয় ২৬ ক্যালোরি! জাতীয় চুম্বন দিবসে জেনে নিন ৭টি মজাদার তথ্য

0
৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড ধরে দীর্ঘচুম্বনের বিশ্ব রেকর্ড। প্রতিনিধিত্বমূলক ছবি: ইন্ডিয়া.কম থেকে

খবর অনলাইন ডেস্ক: ঘনিষ্ঠের প্রতি নিজের ভালোবাসার বহির্প্রকাশের দুর্দান্ত একটা মাধ্যম হতে পারে চুম্বন। এটা সম্পর্কের একটা সুন্দর দিককে তুলে ধরে। কারণ, স্নেহ-ভালোবাসা প্রকাশের অন্যতম একটা সাধারণ প্রথা এই চুম্বন। শরীরিক ভাবে তো বটেই, মানসিক স্বাস্থ্যের জন্যও যথেষ্ট সহায়ক। চুম্বন মানসিক চাপ কমাতে পারে, বিশেষজ্ঞদের মতে, এটা অনাক্রম্যতা বাড়াতে অথবা ক্যালোরি খরচেও যথেষ্ট সাহায্য করে।

যে কোনো সম্পর্কের ক্ষেত্রে চুম্বনের মাধ্যমে ভালোবাসা এবং যত্নের অভিব্যক্তি সম্পর্কের বাঁধনকে আরও গভীর করে। চুম্বন কোনো সম্পর্কে আরও শক্তিশালী করে তোলে। চুম্বনের অগুন্তি ভূমিকার কথা স্মরণ করেই প্রত্যেক বছর ২২ জুন আমেরিকায় জাতীয় চুম্বন দিবস পালিত হয়। তবে শুধু আমেরিকা নয়, বিশ্বের আরও বেশ কিছু দেশে দিনটি পালন করা হয়। তবে ঠিক কী কারণে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না।

তবে জাতীয় চুম্বন দিবস ছাড়াও প্রত্যেক বছর ৬ জুলাই আন্তর্জাতিক চুম্বন দিবস পালিত হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। তবে মঙ্গলবার জাতীয় চুম্বন দিবসের দিনে জেনে নেওয়া যাক কয়েকটা মজাদার তথ্য।

*নিজের সঙ্গীকে প্রায় এক মিনিট ধরে চুম্বন করলে আপনাকে ২৬ ক্যালোরি খরচ করতে হয়। এটা নিয়মিত করা হলে আপনার আয়ুর সঙ্গে আরও বেশ কয়েক বছর যুক্ত হতেই পারে।

*চুম্বনের সময় মুখে অতিরিক্ত লালা উৎপাদিত হয়, যা আপনার মুখকে পরিষ্কার করতে সাহায্য করে এবং এ ভাবেই দাঁতের ক্ষয়ের বিরুদ্ধে বেশ সহায়ক।

*চুম্বনের জন্য গড়ে ৩৩৬ ঘণ্টা ব্যয় করেন প্রত্যেক মানুষ। যা আমাদের জীবনের প্রায় দু’সপ্তাহ।

*মধ্যযুগে মানুষ নিজের নামের সঙ্গে সাংকেতিক অক্ষর দিয়ে স্বাক্ষর করত। সে সময় তারা পড়তে বা লিখতে না পারায় আন্তরিক সৌজন্যের জন্য সেই চিহ্নটিকে চুম্বন করত।

*১৯৬৬ সালে টেলিভিশনে প্রথম বার চুম্বনের দৃশ্য দেখা যায় ‘স্টার ট্রেক’-এর এপিসোডে।

*প্রধানকে সম্মান জানাতে তাঁর পদচারণার জায়গায় চুম্বনের চল রয়েছে আফ্রিকায়।

*২০১০-এর ছবি ‘এলিনা আনডান‘-এ অভিনেত্রী নেকার জাডেগেন এবং ট্রেসি ডিনউইডি টানা তিন মিনিট ২৩ সেকেন্ড ধরে চুম্বন করেছিলেন। অন্যদিকে এক থাইল্যান্ডের দম্পতি এক্কাচাই এবং লকসনা এক নাগাড়ে ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বন করে দীর্ঘচুম্বনের বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

আরও পড়তে পারেন: চোখের যত্ন নিন, কোভিড লকডাউনে মায়োপিয়া বাড়ছে

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.