বিদেশ
‘বেপরোয়া, অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন,’ পাকিস্তানকে তীব্র ধমক আফগানিস্তানের

ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর ইস্যুতে তাদের জড়ানোয় পাকিস্তানকে তীব্র তোপ দাগল আফগানিস্তান। পাকিস্তানকে বেপরোয়া, অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করল তারা।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার অনুচ্ছেদটি রদ করে দেওয়ার পর থেকেই নানা মহলের কাছে ভারতের বিরুদ্ধে আবেদন নিবাদন করছে পাকিস্তান। কিন্তু কোনো জায়গা থেকেই বিশেষ সাড়া পাওয়া যাচ্ছে না। এমনকি আফগানিস্তান তাস খেলার চেষ্টাও করেছিল ইমরান সরকার। তাদের দাবি ছিল কাশ্মীরের পরিস্থিতির জন্য আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া ব্যাহত হতে পারে।
আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদীদের আনাগোনা রুখতে গত কয়েক বছর ধরে আফগান সীমান্তে বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করে রেখেছে পাক সরকার। কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে সেই সেনা প্রত্যাহারেরই হুঁশিয়ারি দেয় পাকিস্তান। তাদের যুক্তি ছিল, এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের যা পরিস্থিতি, তাতে ভারত সীমান্তে সেনা মোতায়েন করতে হতে পারে তাদের। সে ক্ষেত্রে আফগান সীমান্তে মোতায়েন বিপুল সংখ্যক সেনা সরিয়ে নিতে হবে। তাতে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
আরও পড়ুন ‘মৃত’ ভেবে চিতাবাঘের সামনে ছবি তোলার হিড়িক, তার পর যা হল… দেখুন ভিডিও
এতেই বেজায় চটেছে আফগানিস্তান। এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত রোয়া রহমানি বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। ইচ্ছাকৃত ভাবে তার সঙ্গে আফগানিস্তানকে জড়াচ্ছে ইমরান খান সরকার। বেপরোয়া, অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে পাকিস্তান। অশান্তিতে আরও উসকানি দিচ্ছে।’’
তালিবান এবং অন্যান্য জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান রোয়া। তাঁর অভিযোগ, এই ব্যর্থতা ঢাকতেই আফগানিস্তান-তাস খেলছে পাকিস্তান। পাকিস্তানের জমিতে বেড়ে ওঠা জঙ্গি শিবিরগুলি নিয়ে যে অভিযোগ ভারত বরাবর করে আসছে সেই একই অভিযোগ রোয়ারও। তাঁর দাবি, এই জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সরকার ব্যবস্থা নিতে পারেনি বলেই আফগানিস্তানেও লাগাতার সন্ত্রাসবাদী হানা চলছে। আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান, এমনও অভিযোগ করেন তিনি।
বিদেশ
একের পর এক প্রবল শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কায় তিন দেশের প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদে সরানো হল
ভূমিকম্পের এই সারি শুরু হয়েছিল নিউজিল্যান্ড উপকূল থেকে মাত্র ১৭৪ কিলোমিটার দূরে।

খবরঅনলাইন ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে এত কম সময়ের মধ্যে এতগুলো শক্তিশালী ভূমিকম্প এর আগে কখনও দেখা যায়নি। শুক্রবার ঠিক সেটাই হল নিউজিল্যান্ড সংলগ্ন প্রশান্ত মহাসাগরের মধ্যে। আর সে কারণে ভয়াবহ সুনামির আশঙ্কায় খালি করে দেওয়া হল উপকূল। তবে শেষ পর্যন্ত খবর, সমুদ্রে হালকা জলোচ্ছ্বাস দেখা গেলেও প্রবল ঢেউ আছড়ে বলেনি। বাসিন্দাদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হলেও এখনও সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে।
নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতুর উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিন দেশের প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরতে বলা হয়।
ভূমিকম্পের এই সারি শুরু হয়েছিল নিউজিল্যান্ড উপকূল থেকে মাত্র ১৭৪ কিলোমিটার দূরে। স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৩-এর এই কম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল। এর চার ঘণ্টা পর ৭.৪ মাত্রার ভূমিকম্প হানা দেয় নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে। প্রবল আতঙ্ক ছড়ায় এর ঠিক দেড় ঘণ্টা পর, যখন ওই কেরমাডেক দ্বীপেই অনুভূত হয় ৮.১ মাত্রার কম্পন।
এতগুলো কম্পনের পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি নিউজিল্যান্ড সরকার। উপকূল থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দেওয়া হয় সুনামির কথা ভেবে। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের উপকূলের সব বাসিন্দাকে সরানোর নির্দেশ দেওয়া হয়। সতর্কতার সাইরেন বাজতে শুরু করে উপকূল জুড়ে। ওপটিকি নামক একটি গোটা শহর খালি করে দেওয়া হয়।
তবে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১:২৫-এ সুনামির সতর্কতা কিছুটা কমানো হয়। প্রশাসন থেকে জানানো হয় বড়ো ঢেউ যা আসার তা এসে গিয়েছে। পূর্ব উপকূলের টোকমুরুতে বড়ো ঢেউ আছড়ে পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এর থেকে বেশি বড়ো ক্ষয়ক্ষতি কিছু হয়নি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
বয়স মেপে চলছে টিকাকরণ, কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট
বিদেশ
বিনে পয়সায় চাঁদ ঘুরে দেখার সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
চাঁদ ঘুরে দেখতে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাপানি ধনকুবের।

ওয়েবডেস্ক: ইলন মাস্কের স্পেসএক্স ফ্লাইটে চড়ে চাঁদ ঘুরে দেখতে চান? তা হলে জেনে রাখুন, জাপানের বিলিয়নেয়ার ইউসাকু মায়েজাওয়া সাধারণ মানুষের মধ্যে থেকে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
টুইটারে একটি পোস্টে মায়েজাওয়া লেখেন, “আমি চাই সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ডের মানুষ এতে যোগ দিন”। সঙ্গে দিয়েছেন আবেদন জানানোর বিশদ বিবরণ-সহ একটি লিঙ্ক।
আবেদনের শর্ত ও অন্যান্য বিবরণ
তিনি জানিয়েছেন, এর জন্য কোনো ব্যয়ভার বহন করতে হবে না আবেদনকারীকে। সমস্ত খরচই তিনি বহন করবেন। অর্থাৎ, যাঁরা নির্বাচিত হবেন, প্রত্যেকেই বিনে পয়সা উড়তে পারবেন।
এই অভিযানটির নামকরণ হয়েছে ‘ডিয়ারমুন’। যা ২০২৩ সালে শুরু হবে।
তিনি বলেন, আবেদনকারীদের দু’টি মাপকাঠি পূরণ করতে হবে: “অন্য মানুষকে এবং বৃহত্তর সমাজকে কোনো উপায়ে সহায়তা করার” জন্য তাঁদের “যে কোনো ধরনের কর্মকাণ্ড” বাড়াতে হবে এবং “একই ধরনের আকাঙ্ক্ষার শরিক অন্যান্য ক্রু সদস্যদের সমর্থন করতে হবে”।
তিনি আরও জানিয়েছেন, “আমি সমস্ত আসন কিনেছি, সুতরাং এটা হবে একটা ব্যক্তিগত সফর”।
কে এই মায়েজাওয়া?
মায়েজাওয়া, একজন ফ্যাশন মোগুল এবং শিল্প সংগ্রাহক। আগে বলেছিলেন যে তিনি স্টারশিপ রকেটে যাত্রার জন্য “শিল্পীদের” আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এই সর্বশেষ সমন্বিত প্রকল্প “বিশ্বজুড়ে মানুষকে এই যাত্রায় যোগ দেওয়ার সুযোগ দেবে” বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।
তাঁর কথায়, “আপনি যদি নিজেকে শিল্পী হিসাবে দেখেন, তবে আপনি অবশ্যই একজন শিল্পী”।
২০১৮ সালে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেসএক্সের মাধ্যমে প্রথম ব্যক্তিগত যাত্রী হিসাবে চাঁদের চারদিকে উড়ে বেড়ানোর কৃতিত্বের সঙ্গে জুড়ে যায় মায়েজাওয়ার নাম। ঠিক কত টাকার বিনিয়মে এটা হয়েছিল, তা জানা যায়নি। তবে মাস্ক এটাকে ‘বিপুল অঙ্কের অর্থ’ হিসেবেই অভিহিত করেছিলেন।
আরও পড়তে পারেন: একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা মাসে ৫-৭ হাজার টাকা পেতে পারেন, জেনে নিন কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন প্রকল্প কী

নয়াদিল্লি: মঙ্গলবার পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি ইন্ডিগো বিমান। শারজা-লখনউ বিমানটির এক যাত্রী অসুস্থ হয়ে পড়ার কারণেই সেটিকে জরুরি অবতরণ করানো হয়।
উড়ান সংস্থার সরকারি বিবৃতি অনুযায়ী, করাচি বিমানবন্দরে চিকিৎসকরা ওই রোগীকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “শারজা থেকে লখনউগামী ইন্ডিগোর ৬ই-১৪১২ বিমানটিকে জরুরি চিকিৎসার কারণে করাচিতে অবতরণ করানো হয়েছিল। দুর্ভাগ্যক্রমে, ওই যাত্রীকে বাঁচানো যায়নি এবং বিমানবন্দরের মেডিক্যাল টিম পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।”
মৃত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিমান সংস্থা।
আরও পড়তে পারেন: আবার এক ধাক্কা! এ বার সিএনজি এবং পিএনজির দাম বাড়ল দিল্লিতে
-
রাজ্য2 days ago
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য
-
রাজ্য2 days ago
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
-
রাজ্য2 days ago
অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, কলকাতাতেও বাড়ল আক্রান্তের সংখ্যা
-
রাজ্য1 day ago
বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী