কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, গুলি

0

প্রবল বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠল কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ আমেরিকান ইউনিভার্সিটি অফ কাবুলে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও ছাত্ররা ছিলেন। প্রাণ বাঁচাতে তারা ক্লাসরুমের মধ্যে আশ্রয় নেন।  কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনায় ১জন ছাত্র নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও আফগান সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বিস্ফোরণে  আহত ছাত্র ও শিক্ষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই দু’জন বিদেশি অধ্যাপককে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা।

এক প্রত্যক্ষদর্শী ছাত্র জানিয়েছেন, ‘বিস্ফোরণের গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আমরা গুলির শব্দও শুনতে পাই। ক্লাস রুমের মধ্যে ঢুকে পড়ি।’

এই নিয়ে দ্বিতীয় বার ওই বিশ্ববিদ্যালয়ে হামলা হল।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন