Homeখবরবিদেশ'ড্রাগন ও হাতির ব্যালে নৃত্য', মোদীর মন্তব্যে আশাব্যঞ্জক প্রতিক্রিয়া চিনের

‘ড্রাগন ও হাতির ব্যালে নৃত্য’, মোদীর মন্তব্যে আশাব্যঞ্জক প্রতিক্রিয়া চিনের

প্রকাশিত

নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে করা ‘ইতিবাচক’ মন্তব্য ‘সাদরে গ্রহণ’ করেছে চিন।

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেন, “গত ২০০০ বছরের বেশি সময় ধরে ভারত ও চিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং পরস্পরের কাছ থেকে শিক্ষা নিয়ে সভ্যতার উন্নয়ন ও মানবজাতির অগ্রগতিতে অবদান রেখেছে।”

মোদীর আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারের পরেই চিনের এই মন্তব্য। ওই পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর ভারত-চিন সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। তিনি আরও বলেন, মতপার্থক্য যাতে বিরোধে রূপ না নেয়, এটাই নিশ্চিত করতে চায় তাঁর সরকার।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হল এই পার্থক্যগুলো যেন বিরোধে পরিণত না হয়। আমরা এটাতেই মনোযোগ দিচ্ছি। মতবিরোধের পরিবর্তে আমরা আলোচনার ওপর জোর দিচ্ছি, কারণ শুধু পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমেই একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা সম্ভব, যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে।”

চিনা মুখপাত্র জানান, গত অক্টোবরে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য কৌশলগত দিকনির্দেশের ইঙ্গিত দিয়েছে।

২০২০ সালে পূর্ব লাদাখে সংঘর্ষের পর দীর্ঘ চার বছর সীমান্ত টহল বন্ধ থাকার পর, গত বছর নভেম্বর থেকে ভারত ও চিনের সেনারা পুনরায় টহল দেওয়া শুরু করে।

প্রধানমন্ত্রী বলেন, “এটা সত্যি যে আমাদের মধ্যে সীমান্ত সম্পর্কিত মতবিরোধ রয়েছে এবং ২০২০ সালে সীমান্তে সংঘর্ষ আমাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। তবে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর আমরা সীমান্তে স্বাভাবিকতা ফিরে আসতে দেখেছি।”

চিনা মুখপাত্র আরও বলেন, উভয় দেশই গুরুত্বপূর্ণ পারস্পরিক সমঝোতা মেনে চলছে, যোগাযোগ বৃদ্ধি করেছে এবং ইতিবাচক ফলাফল অর্জন করেছে।

তাঁর কথায়, বিশ্বের দুই বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ও চিন তাদের উন্নয়ন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে এবং একে অপরের সাফল্যকে সমর্থন করছে। এটি ২.৮ বিলিয়নেরও বেশি মানুষের মৌলিক স্বার্থ রক্ষা করে, আঞ্চলিক দেশগুলোর অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং বিশ্ব শান্তির জন্য সহায়ক।

বিদেশমন্ত্রী ওয়াং ইয়ির সাম্প্রতিক মন্তব্যের রেশ টেনে তিনি বলেন, “ভারত ও চিন একে অপরের সাফল্যের অংশীদার হওয়া উচিত এবং ‘ড্রাগন ও হাতির ব্যালে নৃত্য’— অর্থাৎ একটি সমবায় সহযোগিতামূলক পথ-ই একমাত্র বিকল্প”।

তিনি বলেন, ভারতের সঙ্গে যৌথ সমঝোতা বাস্তবায়নে তৈরি চিন। তাঁরাও কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চান এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সহযোগিতা শুধু পারস্পরিক কল্যাণকর নয়, এটি বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্যও অপরিহার্য।”

সাম্প্রতিকতম

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

আরও পড়ুন

“আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করলেন, পাকিস্তান গত তিন দশক ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির হয়ে ‘নোংরা কাজ’ করেছে। এই স্বীকারোক্তি ভারতের বারবার তোলা সন্ত্রাসে মদতের অভিযোগকে কার্যত মেনে নেওয়ার সামিল।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে