এক সুফি দরগায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৫২ জনের। আহত একশোরও বেশি। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে, করাচি থেকে ২৫০ কিলোমিটার উত্তরে এক দুর্গম পার্বত্য এলাকায়, বালুচিস্তানের লাসবেলা জেলার হাব অঞ্চল থেকে কিছু দূরে। বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
বালুচিস্তানের শাহ নুরানির দরগায় যখন বিস্ফোরণ ঘটে তখন তার ভিতরে শত শত ভক্ত ছিলেন। সমাধিস্থলের তত্ত্বাবধায়ক নওয়াজ আলি বলেন, প্রতি দিনই সন্ধের এখানে ধামাল (ধর্মীয় নাচ) হয় এবং তা দেখতে এ দিনও প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন। হঠাৎই বিস্ফোরণে সব কিছু তছনছ, ছিন্নভিন্ন হয়ে যায়।
বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, ৫২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন এবং স্থানীয় ডিসট্রিক্ট কমিশনার হাশিম ঘালজাই জানান, ১০০-এরও বেশি পুণ্যার্থী আহত হয়েছেন। কাছাকাছি শহর হাব থেকে ২৫টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। উদ্ধারকাজে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে।
উল্লেখ্য, এই বছরেই বালুচিস্তানে বেশ কয়েকটি জঙ্গি আক্রমণের ঘটনা ঘটল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।