বেজিং : বেজিং-এ মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণে উত্তজনা ছড়াল। এই ঘটনা ওই বিস্ফোরক বহনকারী ব্যক্তিই আহত হয়েছেন। ঘটনাস্থলের অদূরেই রয়েছে ভারতীয় দূতাবাস।
পুলিশ জানিয়েছে, ‘বাজি জাতীয়’ জিনিস থেকে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্ফোরণের ফলে তার হাতে ক্ষতর সৃষ্টি হয়েছে।
টুইটারে পোস্ট করা বিস্ফোরণের এই ছবিতে দেখা যাচ্ছে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এলাকা ঘিরে রয়েছে পুলিশের গাড়ি।
আরও পড়ুন : ট্রাম্পকে পুতিনের উপহার দেওয়া ফুটবলে কি ট্রান্সমিটার চিপ রয়েছে?
স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। সেই মার্কিন ভিসা পাওয়ার জন্য দূতাবাসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন।
এর আগে গ্লোবাল টাইমস জানিয়েছিল, এক প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী ঘটনার সময় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক মহিলা। তাকে পুলিশ সরিয়ে নিয়ে যায়।
这是美国大使馆现场吗? pic.twitter.com/dI8j9FVIcj
— tbn (@tanboniu) July 26, 2018
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।