Homeখবরবিদেশকানাডার মন্দিরে হামলা, প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো বললেন ‘মেনে নেওয়া যায় না’

কানাডার মন্দিরে হামলা, প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো বললেন ‘মেনে নেওয়া যায় না’

প্রকাশিত

অটোয়া (কানাডা): একদল লোক রবিবার কানাডার ব্র্যাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা চালায়। তারা মন্দিরে উপস্থিত ভক্তদের আক্রমণ করে। খালিস্তানি জঙ্গীরাই এই কাণ্ড করেছে বলে অভিযোগ। প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক কানাডাবাসীর অধিকার রয়েছে ‘স্বাধীন ভাবে এবং নিরাপদে’ নিজের ধর্ম পালন করা। তাঁর কথায়, “এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

ঘটনার পর ব্র্যাম্পটনের ওই মন্দিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দিরে হামলার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল হিংসাত্মক লোক হাতে লাঠি নিয়ে মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়ে মন্দিরচত্বরে ভক্তদের ওপর হামলা করছে। ওই জনতার হাতে খালিস্তানপন্থী সংগঠনের পতাকাও দেখা গিয়েছে।

কানাডাবাসী হিন্দু সম্প্রদায়ের সংগঠন হিন্দু কানাডিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, ওই হামলায় নারী এবং শিশুদের উপরেও আক্রমণ চালানো হয়েছে।

ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ওই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী ত্রুদো পিল রিজিওন্যাল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এক মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। কাউকে গ্রেফতার করা হয়নি।

এই ঘটনায় কানাডায় বসবাসীকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এখানকার ভারতীয় হাই কমিশন। ব্র্যাম্পটনে যে ভারতবিরোধী শক্তি হিংসাত্মক কাজকর্ম চালাল, তার নিন্দা করেছে হাই কমিশন।

কানাডার বিরোধী নেতা কনজারভেটিভ এমপি পিয়ারে পয়লিভ্রে ওই ঘটনার নিন্দা করেন এবং এই অশান্তি নির্মূল করা ও জনগণকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। পয়লিভ্রে বলেন, ব্র্যাম্পটনের হিন্দু মন্দিরে ভক্তদের উপর হিংসাত্মক আক্রমণ চালানো কিছুতেই মেনে নেওয়া যায় না।

এই ঘটনায় ত্রুদো প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন তাঁরই দল লিবারেল পার্টির এমপি চন্দ্র আর্য। তিনি বলেন, কানাডার রাজনৈতিক ব্যবস্থাতেই শুধু নয়, এখানকার আইন বলবৎকারী এজেন্সিগুলোতেও খালিস্তানিদের বেশ সক্রিয় ভাবেই ঢুকে পড়ার রিপোর্টে সামান্য হলেও যে সত্যতা আছে তা একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছেন তিনি।    

সাম্প্রতিকতম

বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, কঠোর পদক্ষেপের বার্তা দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশজুড়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কড়া বার্তা দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার...

‘কঠোর নিন্দনীয়’! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালো ভারত। দাঙ্গাকারীরা ধানমন্ডি-৩২ এ হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে।

ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ: শুবমন-শ্রেয়স-অক্ষরের ব্যাটিং, জাদেজা-হর্ষিতের বোলিং-এ জিতলেন রোহিতরা    

ইংল্যান্ড: ২৪৮ (৪৭.৪ ওভার) (জোস বাটলার ৫২, জ্যাকব বেথেল ৫১, রবীন্দ্র জাদেজা ৩-২৬, হর্ষিত...

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অভূতপূর্ব সাফল্য: ৪.৪৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

কলকাতা,: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অভূতপূর্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন

গাজাকে আমেরিকার ‘নিয়ন্ত্রণে’ পর্যটন কেন্দ্র বানাবেন ট্রাম্প, নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিবাদ আমেরিকায়

গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিয়ন্ত্রণে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনা। সমালোচনায় মিশর, জর্ডান ও মানবাধিকার সংগঠনগুলি।

কানাডা ও মেক্সিকোর উপর কেন পরিকল্পিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিরাপত্তা ও মাদক চুক্তির পর কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছেন, তবে চীনের উপর শুল্ক বহাল রয়েছে।

চিন-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘর্ষ! নতুন শুল্ক ব্যবস্থা নিয়ে এ বার নালিশ বিশ্ব বাণিজ্য সংস্থায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে চিনের সরকার।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে