Homeখবরবিদেশপ্রশান্ত মহাসাগরে চিন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া, নিশানায় কে?

প্রশান্ত মহাসাগরে চিন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া, নিশানায় কে?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে চিন ও রাশিয়ার নৌবাহিনী। রবিবার চিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সামরিক বন্দরে উভয় দেশের সেনাবাহিনীর এই মহড়া শুরু হয়। এই মহড়া এমন এক সময়ে হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধে বেজিংয়ের নাম সরাসরি জড়িয়ে দিয়েছে ন্যাটো।

চিনের প্রতিরক্ষা মন্ত্রক এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে উভয় দেশের বিমান বাহিনী উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, এই নৌ মহড়ার সঙ্গে আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, এতে কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করাও হচ্ছে না।

চিনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রবিবার গুয়াংডং প্রদেশে চিন ও রাশিয়ার মধ্যে এই সামরিক মহড়া শুরু হয়েছে। চিনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভি বলেছে, এই সামরিক মহড়ার উদ্দেশ্য নিরাপত্তা হুমকি মোকাবিলা করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষমতা প্রদর্শন করা।

নৌ মহড়ার সময় উভয় দেশের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সামুদ্রিক আক্রমণ এবং বিমান প্রতিরক্ষা অনুশীলন করবে। সিনহুয়া আরও জানিয়েছে, এই সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান ঝাংজিয়াং শহরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশের সেনাবাহিনী উপস্থিত ছিল।

আসলে চিন ও ন্যাটো দেশগুলোর মধ্যে উত্তেজনা অনেক পুরনো। সম্প্রতি ওয়াশিংটনে ন্যাটোভুক্ত দেশগুলোর বৈঠকে বলা হয়, ইউক্রেন যুদ্ধে চিন নির্ধারক ভূমিকা পালন করছে। ন্যাটো চিন ও রাশিয়ার সম্পর্ককে ‘সীমান্ত বহির্ভূত অংশীদারিত্ব’ বলে অভিহিত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চিন ক্রমাগত রাশিয়াকে সাহায্য করছে বলে অভিযোগ ন্যাটোর। ন্যাটোর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় চিন বলেছিল, ন্যাটো দেশগুলো অন্যদের খরচে নিরাপত্তা পাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে চিন বলেছে, ন্যাটো যেন এশিয়ায় এমন নৈরাজ্য ছড়ানোর চেষ্টা না করে।

গত সপ্তাহে বেলারুশের সঙ্গেও সামরিক মহড়া শুরু করেছে চিন। যখন ন্যাটো দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তখনই এই মহড়া শুরু হয়েছিল। তারপরও এই সামরিক মহড়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে ন্যাটো শীর্ষ সম্মেলন এবং চিন-বেলারুশ সামরিক মহড়ার একযোগে আয়োজন একটি সুচিন্তিত কৌশল। বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে ন্যাটো দেশগুলিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে বেজিং।

আরও পড়ুন: গাজা উপত্যকায় ফের আঘাত ইজরায়েলের, বাড়ল বিমান ও ট্যাঙ্কের গোলাবর্ষণ

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত ইয়েমেনে, কূটনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপে মিলল অস্থায়ী স্বস্তি

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন। ভারত সরকারের কূটনৈতিক ও ধর্মীয় উদ্যোগে সাময়িক স্বস্তি। আলোচনায় আশার আলো।

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ’, ভরসা শুধু ‘ব্লাড মানি’

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার প্রাণ বাঁচাতে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ, জানাল কেন্দ্র। রায় কার্যকর হতে পারে ১৬ জুলাই। শেষ ভরসা রইল ‘ব্লাড মানি’।

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।