মঙ্গলবার চিন নিশ্চিত করেছে যে পূর্ব লাদাখে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে চলমান অচলাবস্থা সমাধানের জন্য একটি চুক্তি হয়েছে। বেজিং এ দিন ঘোষণা করেছে, “প্রাসঙ্গিক বিষয়গুলির” উপর একটি সমাধান হয়েছে এবং তারা নয়াদিল্লির সঙ্গে মিলে সেই সমাধানগুলি কার্যকর করবে।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক বৈঠকে বলেন, “সাম্প্রতিক সময়ে চিন এবং ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এখন উভয় পক্ষই প্রাসঙ্গিক বিষয়ে একটি সমাধান পেয়েছে, যা চিন অত্যন্ত মূল্যায়ন করে।”
তিনি আরও বলেন, আগামী দিনে ভারতকে সঙ্গে নিয়ে এই সমাধানগুলি কার্যকর করার জন্য কাজ করবে চিন।
সোমবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, পূর্ব লাদাখে টহলদারি সম্পর্কিত একটি সমঝোতা হয়েছে, যা ২০২০ সালে গালওয়ানের সংঘর্ষের পর শুরু হওয়া চার বছরের সামরিক অচলাবস্থা অবসানের দিকে নিয়ে যাবে। এই ঘোষণাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের আগে আসে, যেখানে তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেবেন এবং সম্ভবত চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করবেন।
ব্রিকস সম্মেলনের সময় দুই এশিয়ান নেতার সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে চিনের বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, “কোনো আপডেট থাকলে আমরা আপনাদের জানাব।”
গত কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা ২০২০ সালের অচলাবস্থার সমাধান নিয়ে আসবে বলে মনে করে দুই প্রতিবেশী দেশ। গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন, যেখানে সীমান্ত বিরোধের দ্রুত সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতে, ভারত এবং চিনের সেনারা আবার আগের মতো সীমান্তে টহল দিতে সক্ষম হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে ভারত-চিন সীমান্তে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাত ঘটে। এই সংঘাতে ২০ জন ভারতীয় সেনা নিহত হয় এবং চিনের পক্ষেও হতাহতের ঘটনা ঘটে, যদিও তারা সঠিক সংখ্যা প্রকাশ করেনি। এই সংঘাতের মূল কারণ ছিল সীমান্তে চিনের অনুপ্রবেশ এবং এলএসি বরাবর টহল সংক্রান্ত মতবিরোধ। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় উভয় দেশের মধ্যে একাধিক কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা শুরু হয়, যা এখনও চলছে।
আরও পড়ুন: সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত ও চিন, দীর্ঘদিনের উত্তেজনা অবসানের ইঙ্গিত