বিদেশ
ভারত ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করতেই চিনের জোরালো প্রতিক্রিয়া
নিষিদ্ধ করার কয়েক ঘণ্টায় মধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করল চিন

ওয়েবডেস্ক: ভারত (India) সরকার ৫৯টি চিনা অ্যাপ (Chinese App) নিষিদ্ধ করার কয়েক ঘণ্টায় মধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করল চিন (China)। গত সোমবার রাতে কেন্দ্রীয় সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণার পরই মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রক এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাল।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Zhao Lijian) এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “চিন দৃঢ় ভাবে উদ্বিগ্ন, পরিস্থিতি যাচাই করে দেখা হচ্ছে”।
যে মোবাইল অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ টিক টক (Tik Tok), ইউসি ব্রাউজার (UC Browser) ভাইরাস ক্লিনার (Virus Cleaner), ক্লাব ফ্যাক্টরি (Club Factory) এবং ফাইল শেয়ারিং অ্যাপ শেয়ারইট (Shareit) ইত্যাদি। সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর গুগল (Google) কর্তৃপক্ষ জানান, সরকার যে অ্যাপগুলি নিষিদ্ধ করেছে, সেগুলি গুগল প্লে স্টোর (Google play store) থেকে মুছে ফেলা হয়েছে।
বিদেশ
করোনা মহামারিতে সন্দেহের পাত্র হয়ে ওঠা বাদুড়ের নতুন রং অবাক করে দিল গবেষকদের
এ বার চর্চায় কমলা বাদুড়।

ওয়াশিংটন: আচমকা চোখের সামনে ঝুলন্ত বাদুড়, এমন দৃশ্য এক ঝলক দেখার পর যে কোনো মানুষই ঘাবড়ে যেতে পারেন। অনেকেই আবার করোনা অতিমারীর জন্য বাদুড়কেই চর্চায় তুলে নিয়ে এসেছেন। তবে কালো বা ধূসর বাদুড় দেখতে অভ্যস্ত অনেকেই এখনও কমলা বাদুড় সম্ভবত চাক্ষুষ করেননি, যেটাকে গবেষকরা সম্প্রতি খুঁজে পেয়েছেন।
নতুন এক প্রজাতির বাদুড়
গবেষকরা দাবি করেছেন যে, এটা বাদুড়ের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। এটি শুধু কমলা রঙেরই নয়, এটির পশমের মতো লোম রয়েছে। বুধবার আমেরিকান জাদুঘর নোভাইটস-এর বিজ্ঞান বিষয়ক জার্নালে এই বাদুড়টিকে নিয়ে তাঁদের সমীক্ষা প্রকাশ করেছেন গবেষকরা। এই গবেষণায় প্রকাশিত হয়েছে, এটি বাদুড়ের সম্পূর্ণ নতুন প্রজাতি।
আফ্রিকায় সন্ধান মিলেছে কমলা বাদুড়ের
গবেষকরা পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এই আকর্ষণীয় প্রজাতির বাদুড়ের সন্ধান পেয়েছেন। টেক্সাসের অস্টিনের একটি অলাভজনক সংস্থা বেট কনজার্ভেশন ইন্টারন্যাশনালের ডিরেক্টর জন ফ্ল্যান্ডারস বলেছেন, ‘প্রতিটি প্রজাতি গুরুত্বপূর্ণ। তবে মানুষ সব সময়ই আকর্ষণীয় চেহারার প্রাণী দেখার জন্য অধীর আগ্রহহে অপেক্ষা করে।
তিনি বলেন, এখন গবেষণাগারে অনেক নতুন প্রজাতি আবিষ্কার করা হচ্ছে, তবে এ ভাবে সম্পূর্ণ নতুন প্রজাতির সন্ধান করতে জঙ্গলে যাওয়ার ঘটনা তাঁর কাছে একেবারে নতুন।
নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-এর স্তন্যপায়ী প্রাণীর কিউরেটর ন্যানসি সিমন্স বলেছেন, “মনে হয় অভিজ্ঞ গবেষকরা স্পটে গিয়ে একটি প্রাণী ধরেছিলেন। এটা এমন একটি প্রাণী, যেটাকে আমরা সহজেই শনাক্ত করতে পারিনি”।
মিলেছে স্ত্রী এবং পুরুষ বাদুড়
মায়োটিস নিমবাঁইসিস নামের নতুন প্রজাতির বাদুড় বাস করে গিনির নিম্বা পর্বতমালায়। যদিও বিজ্ঞানীরা বলতে চাননি এটি একটি নতুন প্রজাতি। সুতরাং, তারা সঠিক তদন্তের জন্য এই বাদুড়ের একটি পুরুষ এবং একটি মহিলা প্রজাতিও ধরেছিলেন। সিমন্স তখন এই প্রজাতির নমুনাগুলির তুলনা করতে ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান জাতীয় জাদুঘর এবং লন্ডনের ব্রিটিশ জাদুঘরেও গিয়েছিলেন।
জিনগত বিশ্লেষণে জানা গেছে যে এই কমলা রঙের বাদুড় তাদের নিকটাত্মীয়দের থেকে সম্পূর্ণ আলাদা। একটি নতুন প্রজাতি ঘোষণার ঘটনায় এটাই ছিল প্রথম পদক্ষেপ। কালো ডানাযুক্ত বাদুড়ের মতো আকারগত ভাবে এক রকম দেখতে দেখতে হলেও এদের কমলা রঙ প্রাণীটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
আরও পড়তে পারেন: “করোনা ভ্যাকসিন কি বন্ধ্যাত্বের কারণ হতে পারে?” গুজব সামলাতে আসরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
বিদেশ
আমেরিকায় এই প্রথম! প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, এর পর কী
১৩ মাসের ব্যবধানে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প।

খবর অনলাইন ডেস্ক: হোয়াইট হাউস ছাড়ার কয়েক দিন আগে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হলেন। এর পর কী?
চূড়ান্ত ভোটের বেশ কয়েক মাস আগে সভায় তদন্ত ও শুনানি-সহ অতীতে ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন অ্যান্ড্রিউ জনসন, বিল ক্লিন্টন এবং ট্রাম্প। বছরখানেক আগে ইমপিচমেন্ট হয় ট্রাম্পের। ফের মার্কিন কংগ্রেসে তাঁর ইমপিচমেন্ট পাশ হয়েছে ২৩২-১৯৭ ভোটে। শুধু তাই নয়, ১০ জন রিপাবলিকানও এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
ডেমোক্র্যাটরা দাবি জানিয়েছিলেন, ২০ জানুয়ারি ট্রাম্পের অফিস ছাড়ার আগেই ট্রায়াল শুরু করতে। তবে বিদায়ী সেনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বলেছেন, ডেমোক্র্যাট জো বিডেন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগের দিন বা আগামী মঙ্গলবার পর্যন্ত সেনেটের বিচার প্রক্রিয়া শুরু হবে না। অর্থাৎ, স্পিকার ঠিক করবেন, কত তাড়াতাড়ি ইমপিচমেন্ট আর্টিকল সেনেটে ট্রায়ালের জন্য পাঠানো হবে।
স্বাভাবিক ভাবই এখনও স্পষ্ট নয়, ঠিক কবে বিচার প্রক্রিয়া শুরু হবে। অথবা, ট্রাম্প অফিস ছেড়ে যাওয়ার পর কত জন রিপাবলিকান সেনেট সদস্য ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে পারেন। তবে ট্রায়াল শুরু না হলেও পূর্ব নির্ধারিত ভাবে ট্রাম্পকে অফিস ছাড়তেই হচ্ছে।
কেন ইমপিচমেন্ট?
২০১৯-এ আগামী মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর তৎকালীন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে কাদা ছোঁড়ার জন্য তিনি ইউক্রেনের নেতাকে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়। সে সময় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস তাঁর ইমপিচমেন্ট করে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেট গত ফেব্রুয়ারিতে তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়।
এ বারের ইমপিচমেন্ট ইউএস ক্যাপিটলে হামলার ঘটনার জেরে। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের জেরেই ইমপিচমেন্টের মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্পকে। অর্থাৎ, ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি ট্রাম্প।
এর পর কী?
এ বারের ট্রায়ালে দোষী সাব্যস্ত হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আর দাঁড়াতে পারবেন না ট্রাম্প। সে ক্ষেত্রে সেনেটের দোষী সাব্যস্ত হওয়ার পর আইনসভার সদস্যরা একটি পৃথক ভোটের মাধ্যমে তাঁকে ভবিষ্যতে দায়িত্ব গ্রহণের অযোগ্য হিসেবে প্রমাণ করতে পারেন।
তাঁকে দোষী সাব্যস্ত করার জন্য দুই তৃতীয়াংশ সেনেট সদস্যের সমর্থন চাই, তবে ভবিষ্যতে তাঁকে সম্পূর্ণ ভাবে আটকাতে সংখ্যাগরিষ্ঠ অংশের ভোটের প্রয়োজন। দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখে পড়ার পর ট্রাম্প অবশ্য নরম সুরেই কথা বলছেন। তিনি আমেরিকানদের উদ্দেশে ‘ঐক্যবদ্ধ’ থাকার এবং হিংসায় না জড়ানোর আরজি জানিয়েছেন। বাকিটা সময়ের হাতেই!
আরও পড়তে পারেন: টুইটারে বরাবরের জন্য নিষিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প, ‘চুপ করিয়ে রাখা’র ষড়যন্ত্রের অভিযোগ
বিদেশ
দরিদ্রতম দেশগুলিতেও টিকা পৌঁছাতে হবে, তবেই সুরক্ষিত হবে বিশ্ব: ইউনিসেফ
দরিদ্রতম দেশগুলির জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে চায় ইউনিসেফ।

খবর অনলাইন ডেস্ক: বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই করোনার টিকাকরণ শুরু করে দিয়েছে। তবে দরিদ্রতম দেশগুলি ভ্যাকসিন পাওয়ার পরেই সারা বিশ্ব সুরক্ষিত হবে বলে মনে করে ইউনিসেফ।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু করোনার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তাই স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সমাজকর্মীদের প্রথম পর্যায়ে টিকাকরণ করতে হবে। তাঁরা প্রত্যেকেই শিশুসুরক্ষার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে করোনার বিরুদ্ধে প্রথমসারির কর্মী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরও টিকাকরণ করতে হবে। এ ভাবেই একটু একটু করে পুরো সম্প্রদায় জুড়ে করোনার বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয়ে যাবে।
নজরে দরিদ্রতম দেশগুলি

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও কানাডা-সহ বিশ্বের কয়েকটি ধনী দেশে টিকাকরণ শুরু হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতেও শুরু হচ্ছে প্রথম দফার টিকাকরণ।
ইউনিসেফ বলেছে, কয়েকটি দেশ করোনার টিকা বের করেছে। তবে যখন বিশ্বের দরিদ্রতম দেশগুলি তা পাবে, তখনই সারা বিশ্ব এই সংক্রামক ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।
ইউনিসেফ জানিয়েছে, প্রত্যেকের কাছে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পৌঁছে দিতে অংশীদারদের সঙ্গে কাজ করছে সংস্থা।
দরিদ্রতম দেশগুলি কী ভাবে পাবে টিকা?

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই বিশ্বের দরিদ্রতম দেশগুলিতে করোনা টিকার প্রথম ডোজ পৌঁছাবে।
হু-র ভ্যাকসিন বিষয়ক প্রধান কেইট ও’ব্রায়েন জানান, বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ প্রচেষ্টায় নিয়োজিত কোভ্যাক্স ২০০ কোটি ডোজ টিকার জন্য চুক্তি করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই তার প্রথম লট হাতে এসে পৌঁছাবে।
প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯২টি নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশের ২০ শতাংশ মানুষের টিকাকরণের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে কোভ্য়াক্স। একই সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হলে দরিদ্র দেশগুলির নাগরিকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে একটি তহবিল গড়েছে হু।
আরও পড়তে পারেন: পৌঁছাল সেরামের করোনা ভ্যাকসিন, কোন রাজ্য কত পেল
-
বিদেশ3 days ago
১৯৫৩ সালের পর থেকে প্রথম কোনো মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করল মার্কিন সরকার
-
শিল্প-বাণিজ্য3 days ago
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
-
বিনোদন3 days ago
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অভিযাত্রিক’, সিনেমার ‘মাস্টার’দের প্রতি শ্রদ্ধাঞ্জলি
-
দেশ1 day ago
করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হলে দায় নেবে না কেন্দ্র