nepal communist party

কাঠমান্ডু: ভারতের কাছে দুঃসংবাদ বয়ে এনে নেপালে ক্ষমতা দখলের পথে অনেকটাই এগিয়ে গেল কমিউনিস্ট জোট। ২০১৫-তে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর এই প্রথম ভোট হল নেপালে। সংসদীয়, আঞ্চলিকের পাশাপাশি স্থানীয় স্তরেও ভোটগ্রহণ হয়েছে।

এই নির্বাচনের ফল প্রকাশ হওয়া শুরু হয়েছে। যদিও পুরোপুরি ফল প্রকাশ হতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে, তবে ইঙ্গিত যা তাতে ‘হিমালয়ান কান্ট্রিতে’ পুরোপুরি ক্ষমতা দখল করবে কমিউনিস্ট জোট। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে নেপাল কমিউনিস্ট পার্টি (সংঘবদ্ধ মার্ক্সিস্ট-লেনিনিস্ট)। দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। উল্লেখ্য, মাওবাদীদের সঙ্গে জোটে রয়েছে মার্ক্সিস্ট-লেনিনিস্টরা। চিন এই জোটকে পেছন থেকে সমর্থন করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

অন্য দিকে ভরাডুবির পথে ভারতের বন্ধু হিসেবে পরিচিত নেপালি কংগ্রেস। নেপালি কংগ্রেসের প্রথম সারির অনেক নেতা-মন্ত্রী ইতিমধ্যে নির্বাচনে হেরে গিয়েছেন। নেপালের ভারত সীমান্ত লাগোয়া অঞ্চলে ভালো ফল করার পথে মধেসিদের দু’টি দল সঙ্ঘীয় সমাজবাদী ফোরাম এবং রাষ্ট্রীয় জনতা পার্টি-নেপাল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here