ভয়াবহ দুর্ঘটনা চিনে। পথচারীদের উপর দিয়ে চলে গেল বেপরোয়া গাড়ি। একে একে গাড়িতে পিষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন অনেকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
চিনের ঝুহাই শহরে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় সোমবার সন্ধ্যায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত ৪৩ জন। পুলিশের সূত্রে জানা গিয়েছে, চিনের দক্ষিণাঞ্চলের ঝুহাই স্পোর্টস সেন্টারের বাইরে একদল মানুষ একটি অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন, তখনই ৬২ বছর বয়সি এক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সেখানকার প্রবেশদ্বার ভেঙে ক্রীড়া কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে পড়েন। একে একে সেই গাড়ি ধাক্কা মারে উপস্থিত জনতাকে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই কিছু মানুষের মৃত্যু হয় এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক ঝুহাইয়ের বাসিন্দা, তাঁকে গাড়ির ভেতর থেকে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করার চেষ্টা করতে দেখা যায়। তাঁকে থামিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় তিনি কোমায় আছেন এবং এ মুহূর্তে জিজ্ঞাসাবাদের পরিস্থিতিতে নেই বলে পুলিশ জানায়।
এই মর্মান্তিক ঘটনার পরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তকে শাস্তি দেওয়ার ওপর জোর দিয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুলিশ এটাকে দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত আক্রমণ মনে করছে। না হলে এত মানু্ষের মৃত্যু হতে পারে না বলে মনে করছে পুলিশ। এটা কোনো পরিকল্পিত জঙ্গি হামলাও হতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।