beach or door
দেখুন তো, চিনতে পারেন কি না! ছবি: টুইটার

ওয়েবডেস্ক: “এটা একটা দরজা না কি সাগরতট? হাহাহাহা…”

ব্যস! স্রেফ ছবির সঙ্গে স্রেফ এটুকু লিখেই তো কর্ম সারা বিদেশিনি বেকি রেবেকা রেইলির! কিন্তু তার পরে দৃষ্টিবিভ্রমের যে ঝড়টা উঠল নেটদুনিয়ায়, তাকে সামলায় কে!

খবর বলছে, সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেল থেকে এমন একটি ছবি পোস্ট করে আর তার সঙ্গে লোকের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রীতি মতো চাঞ্চল্য জাগিয়েছেন বেকি। যে প্রশ্ন তিনি ছুঁড়ে দিয়েছেন বিশ্বজনতার দিকে, তা সবাইকেই বেশ আলোড়িত করেছে। পরিণামে সবাই মাথা কুটছেন, দেখছেন চোখ রগড়ে রগড়ে প্রায়- কী এটা? দরজা না কি সাগরতট?

আরও পড়ুন: এই হোটেলে অতিথির হাতে বিল তুলে দেয় ডাইনোসর, দেখুন ভিডিওয়

খবর মোতাবেকে, এখনও পর্যন্ত ৩৪ হাজার লাইক পাওয়া এবং ১৯ হাজার বার রি-টুইট হওয়া বেকির এই ছবিকে মতামতদাতাদের মধ্যে শতকরা ৫৪ ভাগই দরজা বলেই আখ্যা দিয়েছেন! সাদা দেওয়ালের পাশে সবুজ ফ্রেমওয়ালা একটা নীল দরজা- এমন সিদ্ধান্তেই পৌঁছেছেন তাঁরা! কিন্তু বাকি ৪৬ শতাংশের দাবি- ছবিতে সাগরতটের এক ফালিই নজরে আসছে!

যাই হোক, বেকিই শেষ পর্যন্ত রহস্যের সমাধান করেছেন! ঠিক উপরের টুইটে দেখতেই তো পাচ্ছেন কী লিখেছেন তিনি! কিন্তু তা বলে আপনি কী ভেবেছিলেন, সেটা গোপন করবেন না যেন! খোলাখুলি জানান না আমাদের, সঙ্কোচের কী আছে!

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন