Donald-Trump
ছবি: দ্য কাট থেকে

ওয়েবডেস্ক: নাসার আগামী দিনের পরিকল্পনা নিয়ে গত শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে বেশ কিছু শব্দব্যয় করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে প্রসঙ্গেই তিনি জানান, “চাঁদ হল মঙ্গলের অংশ”। ট্রাম্পের এহেন মন্তব্যের পরই সোস্যাল মিডিয়ায় ওঠে হাসির রোল। সঙ্গে সমালোচনার তিরেও বিদ্ধ হতে হয় ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য বহুল পরিচিত মার্কিন প্রেসিডেন্টকে।

ট্রাম্প ওই পোস্টে লিখেছেন, “নাসার জন্য আমরা এত টাকা ব্যয় করে চলেছি, কিন্তু তারা চাঁদে যাওয়ার কথা ভাবছে না। এটা আমরা ৫০ বছর আগেই করেছি। প্রতিরক্ষা এবং বিজ্ঞানে আমাদের আরও বৃহত্তর কিছু করা দরকার। যেমন মঙ্গল (যার একটি অংশ চাঁদ) নিয়েও”।

এই মন্তব্য টুইটারে পোস্ট করতেই যা হল দেখুন নীচে-

এই ‘অভিনব’ তথ্যকে হাতিয়ার করেই ট্রাম্পকে ট্রোল করতে ছাড়ছেন না তাঁর নিজের দেশের সাধারণ নাগরিকরাও।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় মৃত কমপক্ষে ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ, শোকজ্ঞাপনে বললেন ডোনাল্ড ট্রাম্প

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here