Homeখবরবিদেশপাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে,...

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

প্রকাশিত

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোড়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তান, রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া— এই চার দেশ বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাঁর বক্তব্য, সেই কারণেই তিন দশক পর আবারও আমেরিকার নিজস্ব পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা দরকার।

রবিবার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘60 Minutes’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা করছে, চিনও করছে। কিন্তু তারা সেটা প্রকাশ করে না। আমরা ভিন্ন সমাজে বাস করি—আমাদের দেশে স্বাধীন সংবাদমাধ্যম আছে, তাই আমরা বলি। অন্য দেশে তো এমন সাংবাদিক নেই, যারা এটা নিয়ে লিখবে।”

তিনি আরও যোগ করেন, “আমরাও পরীক্ষা করব, কারণ তারা সবাই করছে। উত্তর কোরিয়া করছে, পাকিস্তানও করছে।”

প্রেসিডেন্টের এই বক্তব্যে আলোড়ন তৈরি হয়েছে, কারণ ১৯৯২ সালের পর থেকে আমেরিকা কোনও আনুষ্ঠানিক পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করেনি। ট্রাম্পের হঠাৎ এই ঘোষণা সামনে আসে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে, এক সামাজিক মাধ্যম পোস্টের মাধ্যমে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়া ও অন্যান্য দেশের নতুন পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমেরিকার অস্ত্রব্যবস্থার নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষাগুলো “প্রয়োজনীয়”।

ট্রাম্প বলেন, “আমাদেরও দেখতে হবে, এগুলো কীভাবে কাজ করে। আমি চাই না আমরাই একমাত্র দেশ হই যারা পরীক্ষা করে না,”।

তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। কারণ, মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট পরে পরিষ্কার করেন, এখন যে আলোচনা চলছে তা “পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়”, বরং “নন-ক্রিটিক্যাল” সিস্টেম টেস্ট — অর্থাৎ অস্ত্রের প্রযুক্তি পরীক্ষা, বিস্ফোরণ নয়।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই মন্তব্য বৈশ্বিক পারমাণবিক নীতি ও কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। পাকিস্তান এবং রাশিয়া এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সাম্প্রতিক পরীক্ষা স্বীকার করেনি।

তবে ট্রাম্পের এই বক্তব্যে আবারও প্রশ্ন উঠেছে — গোপনে কি নতুন করে পারমাণবিক দৌড় শুরু হচ্ছে?

যদিও চিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সোমবার বলেন, বেজিং গত কয়েক দশক ধরে চলা পরমাণু পরীক্ষার উপর আনুষ্ঠানিক স্থাগিতাদেশ ভঙ্গ করেনি।

তিনি আরও বলেন যে, বৃহস্পতিবার ট্রাম্পের আকস্মিক ঘোষণা করে প্রতিরক্ষা বিভাগকে ‘অবিলম্বে’ পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন, সেই পরীক্ষার উপর স্থগিতাদেশ বহাল রাখার আহ্বান জানান তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...