Homeখবরবিদেশ'আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব', জানালেন ডোনাল্ড ট্রাম্প

‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের । মঙ্গলবার বিদেশমন্ত্রক মোদীর মার্কিন সফরের একটি বিশদ সফরসূচি প্রকাশ করেছে।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্কের বহির্প্রকাশ দেখা গিয়েছিল। যা হিউস্টনে “হাউডি মোদী” সমাবেশ এবং ভারতে “নমস্তে ট্রাম্প”-এর মতো ইভেন্টগুলিতে স্পষ্ট।

ওয়াকিবহাল মহলের মতে, তাঁদের এই ঘনিষ্ঠতা মার্কিন-ভারত সম্পর্ককে শক্তিশালী করেছে, বিশেষ করে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতায়, উভয় নেতাই চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মনোনিবেশ করেছিলেন। মাঝে মাঝে বাণিজ্য বিরোধ থাকা সত্ত্বেও, তাঁদের অংশীদারিত্ব দৃঢ় ছিল, “কোয়াড”-এর মতো উদ্যোগের মাধ্যমে গভীর নিরাপত্তা সহযোগিতাকে উৎসাহিত করে।

ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা, এর রাজনৈতিক তাৎপর্যকে স্বীকার করেও একটি ইতিবাচক ভূমিকা পালন করেছিল। তাঁদের পারস্পরিক চাহিদার উপর ভিত্তি করে সেসময় (২০১৭-২১) একটি স্থায়ী মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে চতুর্থ কোয়াড নেতাদের সম্মেলনে অংশগ্রহণ করবেন, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বছর কোয়াড সম্মেলনের আয়োজক হওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে, ভারত ২০২৫ সালে পরবর্তী কোয়াড সম্মেলনের আয়োজক হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াড সম্মেলনে নেতারা গত এক বছরে কোয়াডের প্রাপ্তির উপর পর্যালোচনা করবেন এবং আগামী বছরের জন্য একটি কর্মসূচি নির্ধারণ করবেন, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলিকে তাদের উন্নয়নমূলক লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ‘Summit of the Future’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা করবেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘উত্তম ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান’। সম্মেলনে বিশ্বের বহু নেতা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের ফাঁকে মোদী বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের একটি সমাবেশেও বক্তৃতা করবেন মোদী। এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির মতো অত্যাধুনিক ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধি পায়।যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সক্রিয় বুদ্ধিজীবী ও অন্যান্য অংশীদারদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত ইয়েমেনে, কূটনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপে মিলল অস্থায়ী স্বস্তি

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন। ভারত সরকারের কূটনৈতিক ও ধর্মীয় উদ্যোগে সাময়িক স্বস্তি। আলোচনায় আশার আলো।

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ’, ভরসা শুধু ‘ব্লাড মানি’

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার প্রাণ বাঁচাতে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ, জানাল কেন্দ্র। রায় কার্যকর হতে পারে ১৬ জুলাই। শেষ ভরসা রইল ‘ব্লাড মানি’।

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।