donald trump india china
সভায় বক্তব্য রাখছেন ট্রাম্প। ছবি: এএফপি

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশ। তাই তিনি চান সবার থেকে এগিয়ে যাক যুক্তরাষ্ট্র। তাই ভারত এবং চিনকে দেওয়া মার্কিন ভর্তুকি বন্ধ করার জন্য জোর সওয়াল করলেন তিনি।

নর্থ ডাকোটায় একটি সভায় বক্তৃতা রাখতে দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থাকেও (ডব্লিউটিও) তুলোধোনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে এই ডব্লিউটিও-এর জন্যই এত বড়ো অর্থনীতি হয়েছে চিন।

ট্রাম্পের কথায়, “আমাদের বিশ্বে কিছু দেশ আছে যাদের আমরা উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করি। তারা এখনও বড়ো হয়ে ওঠেনি তাই আমরা তাদের ভর্তুকি দিই। যেমন ভারত, যেমন চিন। এটা মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন সমকামী নিয়ে ঐতিহাসিক রায়ের পরে সমলিঙ্গ বিবাহে বিরোধিতা করবে সরকার

উন্নয়নশীল দেশের তকমা মাথায় রয়েছে বলেই ভারত এবং চিন মার্কিন ভর্তুকি পায় এমনই মনে করেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা ওদের টাকা দিই। এটা বন্ধ করতে হবে। বন্ধ করতেই হবে।” এর পরে তিনি বলেন, “আমরাই উন্নয়নশীল দেশ। আমি মনে করি আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের পড়া উচিত। কিন্তু অন্য সব দেশের থেকে আমাদের উন্নতি অনেক বেশি।”

ডব্লিউটিওকে সব থেকে জঘন্য সংস্থা হিসেবেই আখ্যা দেন ট্রাম্প। এই সংস্থাটিকেও বন্ধ করে দেওয়ার দাবি করেন তিনি।

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন