সরকার-গেরিলা শান্তিচুক্তি: ৫২ বছরের গৃহযুদ্ধ শেষ কলম্বিয়ায়

0

লাতিন আমেরিকার সবচেয়ে পুরনো মার্কসবাদী গেরিলা গোষ্ঠী যুদ্ধ শেষ করল। ফার্ক অর্থাৎ কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী- গণফৌজ শান্তিচুক্তি করল কলম্বিয়া সরকারের সঙ্গে। ২০১২ সাল থেকে এই শান্তি আলোচনা চলছিল কিউবার রাজধানী হাভানায়। এই শান্তিচুক্তি কলম্বিয়াবাসী মেনে নেবে কি না, তা জানার জন্য ২ অক্টোবর সে দেশে গণভোট নেওয়া হবে, জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস।

‘যুদ্ধ শেষ’, চুক্তি সই করার পর বলেছেন সরকার পক্ষের প্রধান আলোচনাকারী হামবের্তো ডে লা ক্যালে। ফার্কের হয়ে চুক্তিতে সই করেছেন তাদের প্রতিনিধি ইভান মার্কুয়েজ। তার বক্তব্য, ‘সব যুদ্ধের মধ্যে সবচেয়ে সুন্দর যুদ্ধটা আমরা জিতলাম, কলম্বিয়ার শান্তির(যুদ্ধ)। অস্ত্রের লড়াই শেষ, এবার শুরু মতবাদের লড়াই’।

এই শান্তিচুক্তির পর ফার্কের ৭ হাজার গেরিলা তাদের অস্ত্র ত্যাগ করে, মূলধারার সামাজিক জীবনে ফিরবে এবং ফার্ক একটি আইনি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে।

farc
লাতিন আমেরিকার প্রাচীনতম গেরিলা বাহিনী ফার্ক

১৯৬৪ সালে থেকে সামাজিক ন্যায়ের দাবিতে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে আসছিল ফার্ক।

এই চুক্তি অনুযায়ী সরকার দেশের গ্রামীণ এলাকার অসাম্য দূর করার জন্য উদ্যোগ নেবে এবং ফার্ক-এর যে সব সদস্য জেলে বন্দি রয়েছেন, তারা মুক্তি পাবেন।

অন্যদিকে এতদিন ফার্কের ক্ষমতাধীন এলাকাগুলিতে প্রশাসন স্বাভাবিক কাজকর্ম চালাবে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.