cuba fidel castros son

হাবানা: দীর্ঘদিনের অবসাদে আর বেঁচে থাকতে পারছিলেন না। তাই আত্মহত্যার পথ বেছে নিলেন। তিনি কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর বড়ো ছেলে ফিদেল কাস্ত্রো দিয়াজ-বালার্ত। এমনই জানিয়েছে কিউবার সরকারি একটি ওয়েবসাইট।

বাবার সঙ্গে চেহারার মিলের জন্য তাঁকে ফিদেলতো বলে ডাকা হত। কাস্ত্রোর প্রথম স্ত্রী মির্তা দিয়াজ বালার্তের ছেলে ফিদেলতো। বিপ্লবে নামার আগেই কিউবার অভিজাত সম্প্রদায়ের মেয়ে মির্তাকে বিয়ে করেছিলেন কাস্ত্রো।

পূর্বতন সোভিয়েত ইউনিয়নে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন ফিদেলতো। এর পর কিউবার কাউন্সিল অফ স্টেটে বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন তিনি। পাশাপাশি কিউবার বিজ্ঞান অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্টের পদও সামলেছেন ফিদেলতো।

উল্লেখ্য, ২০১৬ সালে ২৬ নভেম্বর ৯০ বছর বয়সে মৃত্যু হয় কাস্ত্রোর। বর্তমানে তাঁর ভাই রাউল কাস্ত্রো কিউবার প্রেসিডেন্টের দায়িত্বভার সামলাচ্ছেন।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন