australia

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াই কি আপাতত পৃথিবীর সব চেয়ে ভয়ানক জায়গা? যেখানে বাস করতে হয় প্রাণ হাতে করে?

বলা মুশকিল! তবে যে ভাবে একের পর এক সাপের হানার খবর নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছে এই দেশ, তা দুই চোখ কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট! শোওয়ার ঘর, স্নানের ঘর, গাড়ি- যে কোনো জায়গা থেকে মাঝে মাঝেই কিলবিল করে বেরিয়ে আসছে মা মনসার জীবেরা!

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে ডুবন্ত সাঁতারুদের উদ্ধারে এই প্রথম ড্রোন, দেখুন সেই গায়ে কাঁটা জাগানো ভিডিও

বেরনো বাকি ছিল শুধু অ্যাকসেসরি থেকে। এ বার সেই জায়গাটাও পূর্ণ হল! যখন খবর এল, এক দমকলকর্মীর হেলমেটের ভিতরে হানা দিয়েছে এক বিষধর!

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নিউ সাউথ ওয়েলসের রাদারফোর্ড দমকল কেন্দ্রে। শুক্রবার সকালে এক দমকলকর্মী কাজে যোগ দিতে এসে যখন হেলমেটে হাত দেন, তখনই ব্যাপারটা টের পান! সঙ্গে সঙ্গে তাঁর হাত থেকে আতঙ্কের চোটে ছিটকে যায় হেলমেটটি। কিন্তু, দুর্ভাগ্যবশত সাপটা পালাতে পারেনি। নিজেকে সে ততক্ষণে জড়িয়ে ফেলেছে হেলমেটের স্ট্র্যাপের সঙ্গে।

অত‌ঃ পর, সাপুড়েকে খবর দেওয়া ছাড়া আর উপায় ছিল না। তিনি এসে কী ভাবে হেলমেট থেকে ছাড়ালেন সাপটিকে, তা সরাসরি দেখে নিন ভিডিওয়।

জানা গিয়েছে, ওই দমকলকর্মীর হেলমেটে ঢুকেছিল লাল পেটওয়ালা এক জাতের বিষাক্ত অস্ট্রেলিয়ান সাপ!

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন