পেনসিলভানিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): প্রাণে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হল। ডান কান ছুঁয়ে চলে গেল গুলি। ডান কানের উপরের দিকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তপাত। ট্রাম্প সুস্থই আছেন।
শনিবার রাতে (ভারতীয় সময় রবিবার সকালে) পেনসিলভানিয়ার বাটলারে চলছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারসভা। এ বছরেরই ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। সেই উপলক্ষ্যেই বাটলারে চলছিল ট্রাম্পের সভা।
ট্রাম্প তখন তাঁর বক্তৃতার মাঝপথে, চলল গুলি। তাঁর ডান কানের উপর থেকে রক্ত গাল বেয়ে গড়িয়ে যেতে দেখা যায়। ওই গুলিতে সভার এক শ্রোতা নিহত হয়েছেন এবং দু’ জন আহত হয়েছেন।
বন্দুকবাজকেও গুলি করে মেরে দেওয়া হয়েছে। তাঁর পরিচয় পাওয়া গিয়েছে। নাম, থমাস ম্যাথু ক্রুক্স, বয়স ২০ বছর।
গুলির পরেই তাঁর প্রথম প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আমাকে গুলি করা হয়েছিল। আমার ডান কানের উপরের দিক বিদ্ধ করে গুলি বেরিয়ে গিয়েছে।”