ওয়েবডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ সাহিত্য পুরস্কার ডিএসসি প্রাউজ-এর বাছাই তালিকায় ঠাঁই পেলেন চার ভারতীয় সাহিত্যিক। লন্ডন স্কুল অব ইকনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ঘোষিত হয় ওই তালিকা।

জানা গিয়েছে, ‘হাফ দ্য নাইট ইজ গন’-এর জন্য অমিতাভ বাগচী, ‘দ্য ফার ফিল্ড’-এর জন্য মাধুরী বিজয়, ‘দেয়ার’জ গানপাউডার ইন দ্য এয়ার’-এর জন্য মনোরঞ্জন ব্যাপারী এবং ‘দ্য সিটি অ্যান্ড দ্য সি’-এর জন্য রাজকমল ঝায়ের নাম বাছাই তালিকায় জায়গা করে নিয়েছে।

এঁদের মধ্যে মনোরঞ্জনের বইটি বাংলা থেকে অনুবাদ করেন অরুণাভ সিনহা। ডিএসসি প্রাইজ প্রাপককে ২৫ হাজার ডলার পুরস্কারস্বরূপ দেওয়া হয়।

বুধবার লন্ডন স্কুল অব ইকনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে বাছাই তালিকা ঘোষণা করা হয়। এই নিয়ে নয় বছরে পড়ল দক্ষিণ এশিয়ার শীর্ষ সাহিত্য সম্মান।

একই সঙ্গে জানানো হয়, এই তালিকায় রয়েছেন দুই পাকিস্তানি লেখকও। বিচারকমণ্ডলীর সদস্য হরিশ ত্রিবেদী সাংবাদিকদের সামনে বলেন, এ বছর বাছাই তালিকায় রয়েছেন তিন জন নবাগত উপন্যাসিক। এঁদের মধ্যে দু’জনই মহিলা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।